মনে নেই
মনে নেই
দ্বীপ সরকার
মনে নেই
কবে যে ধানক্ষেতে গিয়েছিলাম,
মনে নেই
কখন কবে একটুকরো ভোরের শিশির
শরীরে লেগে বলেছিলো
" আবার এসো কবি
এই সবুজ প্রান্তরে,,
স্মৃতি বিজরিত মাঠ,
সারি সারি হাওয়ার ক্রেচ,
পেঁচাদের বিবৃতি দেয়া লেজগুটানো শিষ,
আমার মনে নেই।
এই পেশাদারিত্বের দেয়ালের মাঝে
এ্যরোসলের ঘ্রাণে,
আদি সভ্যতা থেকে
শৃঙ্খল যাপন করি এখন।
লেখাঃ ২৫/৩/১৬ইং
-----------------------
দ্বীপ সরকার
মনে নেই
কবে যে ধানক্ষেতে গিয়েছিলাম,
মনে নেই
কখন কবে একটুকরো ভোরের শিশির
শরীরে লেগে বলেছিলো
" আবার এসো কবি
এই সবুজ প্রান্তরে,,
স্মৃতি বিজরিত মাঠ,
সারি সারি হাওয়ার ক্রেচ,
পেঁচাদের বিবৃতি দেয়া লেজগুটানো শিষ,
আমার মনে নেই।
এই পেশাদারিত্বের দেয়ালের মাঝে
এ্যরোসলের ঘ্রাণে,
আদি সভ্যতা থেকে
শৃঙ্খল যাপন করি এখন।
লেখাঃ ২৫/৩/১৬ইং
-----------------------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
গোপেশ দে ১০/০৬/২০১৬ভাল লাগল
-
আজকের চাকরির বাজার বিডি.কম ১৮/০৫/২০১৬"আবার এসো কবি
এই সবুজ প্রান্তরে"
চমৎকার========== -
দ্বীপ সরকার ০৯/০৪/২০১৬ধন্যবাদ সকলকে।
-
মোবারক হোসেন ০৮/০৪/২০১৬ভাল
-
এইচ এম মাসুম বিল্লাহ ০৬/০৪/২০১৬সুন্দর
-
মনিরুজ্জামান জীবন ০৫/০৪/২০১৬ভালো লাগলো।
-
মাহাবুব ০৫/০৪/২০১৬বেশ ভালো বলেছেন কবি,শুভেচ্ছা।
-
জয় শর্মা ০৫/০৪/২০১৬ভালো। খুব ভালো লিখেছেন...
-
প্রদীপ চৌধুরী. ০৫/০৪/২০১৬সুন্দর লিখেছেন
-
খন্দকার মো: আকতার উজ জামান সুমন ০৪/০৪/২০১৬বেশ বলেছন কবি