চার দশকের বাংলাদেশ
চার দশকের বাংলাদেশ
ভোরে এসে উঠোনে দাঁড়ালে
তুমি আমি মিলিত হই মানচিত্রে।
সবুজাভ আলপথে শিশিরের
বেনামে অংকুরিত হওয়া দেখে
এ দেশের জন্ম নয় - জেনো।
অথচ এই সোনাভরা দেশে
রক্তচোষা রাক্ষুসীদের আনাগোনা দেখে
গনতন্ত্র আটকে থাকে শুণ্যে।
বাংলাদেশ!
তুমি ওখানেই নিঃশ্ব হতে হতে
মানচিত্র খুবলে খাবে একদিন।
এ আমার সন্দিহান প্রলাপ নয় - জেনো।
লেখাঃ ২৭/১/২০১৬ইং
ভোরে এসে উঠোনে দাঁড়ালে
তুমি আমি মিলিত হই মানচিত্রে।
সবুজাভ আলপথে শিশিরের
বেনামে অংকুরিত হওয়া দেখে
এ দেশের জন্ম নয় - জেনো।
অথচ এই সোনাভরা দেশে
রক্তচোষা রাক্ষুসীদের আনাগোনা দেখে
গনতন্ত্র আটকে থাকে শুণ্যে।
বাংলাদেশ!
তুমি ওখানেই নিঃশ্ব হতে হতে
মানচিত্র খুবলে খাবে একদিন।
এ আমার সন্দিহান প্রলাপ নয় - জেনো।
লেখাঃ ২৭/১/২০১৬ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০২/০৬/২০১৬অসম;;;;
-
এম.এম. হাওলাদার ২৪/০৫/২০১৬গণতন্ত্র মুক্তি পাক।
-
সুব্রত সামন্ত (বুবাই) ০৯/০৫/২০১৬ভালো লাগল ?
-
দ্বীপ সরকার ০৮/০৩/২০১৬শুভ কামনা সবার জন্য।
-
গাজী তৌহিদ ১১/০২/২০১৬ভাল প্রকাশ! শুভেচ্ছা কবির জন্য। সামনে আরো ভালোর অপেক্ষায়...
-
পলাশ ১১/০২/২০১৬একটি জ্বলন্ত বাস্তব কাব্যিক কুহকে তুলে ধরেছেন। ভালো লাগল।
-
বিদ্রোহী ফাহিম খান ০৯/০২/২০১৬অসাধারণ
-
ধ্রুব রাসেল ০৯/০২/২০১৬লেখার ভাব ভাল লাগলো। তবে বানানের ক্ষেত্রে সচেতন হন।
-
মোবারক হোসেন ০৯/০২/২০১৬ভাল।।
-
সালাম আলী আহসান ০৯/০২/২০১৬আরেকটু চেষ্টা করলে লেখার মান উন্নত হবে।