শীত যখন কাব্য করে
শীত যখন কাব্য করে
সুচনা লগ্ন থেকেই বিড়ম্বনার আঁচড়ে
মুখস্ত করে ফেলেছি পৃথিবী
জখম হওয়া বরফকণা,
জ্যাকেট ভর্তি আব্রু,
লোমকূপে আলস্যের দাঁড়ি-কমা,
তুমি কবিতা হতে পারো বটে।
মফস্বলের আকুতি মাখা শর্ষেফুল
বিনম্র দাগকাটা প্রেম
একটুকরো শীত
ধীরে ধীরে পোয়াতি হবার ভয়ে
আজো নিকটবর্তী হলোনা কুয়াশার শরীরে।
অথচ আজ সন্ধ্যায় কবিতারা
কুয়াশাকে লজ্জাবতী হতে বলেছিলো।
একটুকরো হিম
গর্ভবতী হবার নেশায়
লেপ তোষকে লুকিয়ে রাখে
বিবস নগরীর প্রাগৈতিহাস।
লেখাঃ ২৬/১/২০১৬ইং
সুচনা লগ্ন থেকেই বিড়ম্বনার আঁচড়ে
মুখস্ত করে ফেলেছি পৃথিবী
জখম হওয়া বরফকণা,
জ্যাকেট ভর্তি আব্রু,
লোমকূপে আলস্যের দাঁড়ি-কমা,
তুমি কবিতা হতে পারো বটে।
মফস্বলের আকুতি মাখা শর্ষেফুল
বিনম্র দাগকাটা প্রেম
একটুকরো শীত
ধীরে ধীরে পোয়াতি হবার ভয়ে
আজো নিকটবর্তী হলোনা কুয়াশার শরীরে।
অথচ আজ সন্ধ্যায় কবিতারা
কুয়াশাকে লজ্জাবতী হতে বলেছিলো।
একটুকরো হিম
গর্ভবতী হবার নেশায়
লেপ তোষকে লুকিয়ে রাখে
বিবস নগরীর প্রাগৈতিহাস।
লেখাঃ ২৬/১/২০১৬ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দ্বীপ সরকার ০৯/০২/২০১৬
-
অভিযান পাল ০৩/০২/২০১৬ভালো লাগল । কয়েকটি পঙক্তিতে বেশ কাব্যিক আবেদন আছে ।
ধন্যবাদ । -
মনিরুজ্জামান জীবন ০১/০২/২০১৬শৈল্পিক!
-
Md. Abdur Rouf ০১/০২/২০১৬best of luck....
-
মাহাবুব ০১/০২/২০১৬বেশ ভালো লাগলো কবিতাটা কবি।
শুভেচ্ছা নিবেন। -
রাশেদ খাঁন ০১/০২/২০১৬valo laglo
-
নির্ঝর ০১/০২/২০১৬অপূর্ব
-
প্রদীপ চৌধুরী. ০১/০২/২০১৬ভালো লাগলো
-
প্রদীপ চৌধুরী ০১/০২/২০১৬বা! দারুণ হয়েছে শুভেচ্ছা আপনাকে
-
বিদ্রোহী ফাহিম খান ৩১/০১/২০১৬অসাধারণ লিখেছেন কবি॥ ভালো থাকুন॥
-
নির্ঝর ৩১/০১/২০১৬দারুন
তারুণ্য আমার অন্যান্য ব্লগের চেয়ে একটু বেশি প্রিয়।
কারণ এখানে আপনারা সক্রিয় অপেক্ষাকৃত বেশি।