প্রেম সংক্রান্ত পাঁচটি অণুকাব্য
প্রেম সংক্রান্ত পাঁচটি অণুকাব্য
---------------------------------------
দ্বীপ সরকার
প্রেম.১
প্রেম শিখায় সত্য
প্রেম গাঁথে পদ্য
প্রেম সদা বিপথে
হয়ে যায় গদ্য।
প্রেম. ২
প্রেম চোখ মেলে
কি হবে ঘুমে গেলে
দুঃখ জাগেনা
দুঃখ পেলে।
প্রেম.৩
প্রেম বোঝে ছাই
পুড়ে পুড়ে দুঃখ পাই
সিগারেট শেষ হলে
চারিদিকে নাই নাই।
প্রেম.৪
প্রেম বাঁচে পরশে
লুকোচুরি হরসে
দুঃখ ভিজাই
চোখের বরষে।
প্রেম.৫
প্রেম যারা করে
প্রেমে যারা পড়ে
বেঁচে থেকেও তারা
মধ্যে মিশেলে মরে।
০১/১০/১৫ইং
---------------------------------------
দ্বীপ সরকার
প্রেম.১
প্রেম শিখায় সত্য
প্রেম গাঁথে পদ্য
প্রেম সদা বিপথে
হয়ে যায় গদ্য।
প্রেম. ২
প্রেম চোখ মেলে
কি হবে ঘুমে গেলে
দুঃখ জাগেনা
দুঃখ পেলে।
প্রেম.৩
প্রেম বোঝে ছাই
পুড়ে পুড়ে দুঃখ পাই
সিগারেট শেষ হলে
চারিদিকে নাই নাই।
প্রেম.৪
প্রেম বাঁচে পরশে
লুকোচুরি হরসে
দুঃখ ভিজাই
চোখের বরষে।
প্রেম.৫
প্রেম যারা করে
প্রেমে যারা পড়ে
বেঁচে থেকেও তারা
মধ্যে মিশেলে মরে।
০১/১০/১৫ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৪/০৪/২০১৬নান্দনিক
-
মনিরুজ্জামান জীবন ০১/০২/২০১৬হৃদয় স্পর্শ করা শব্দ গাঁথনি।
-
দ্বীপ সরকার ৩১/০১/২০১৬শুভ কামনা সকলের জন্য।
-
দ্বীপ সরকার ৩১/০১/২০১৬শুভ কামনা সকলের জন্য।
-
বিদ্রোহী ফাহিম খান ২৪/০১/২০১৬চমৎকার॥
-
মোবারক হোসেন ২২/০১/২০১৬ভাল।
-
প্রদীপ চৌধুরী. ২২/০১/২০১৬ভালো হয়েছে কিন্তু অনেক কিছুর অভাব আছে ছন্দের পাশাপাশি অর্থের নজর দিতে হবে. লিখতে থাকুন আমরা আপনার পাশে আছি সারাক্ষন
-
ধ্রুব রাসেল ২২/০১/২০১৬অসাধারণ লাগলো।
-
অভিষেক মিত্র ২২/০১/২০১৬বাঃ
-
নির্ঝর ২১/০১/২০১৬খুব ভাল হয়েছে।