যদি সন্ধ্যা নামে কখনো
যদি সন্ধ্যা নামে কখনো
দ্বীপ সরকার
যদি সন্ধ্যা নামে কখনো
জীবনকে বলে দেবো
আঁধার শিখে নিস,
এই আঁধার গহবরে বিরান হবার
কতোনা গল্প ছুঁয়ে যায়,
কতোবার পরাজয় ঘটলো বয়সের,
কতোবার পরাজয় ঘটলো
গোধূলীবেলার রেখাচিত্রের,
তবু আঁধারকে জীবন ভেবে
জয় খুঁজি দিবালোকেই।
গাণিতিক সুত্রকে শত্রু ভেবে শিখা
হয়নি জীবন বোধের সমীকরণ,
কেবল অবেলায় এসে শিখে যাই
সন্ধ্যে সন্ধ্যে পাঠ।
যদি এভাবে সন্ধ্যা এসে
উপলব্ধিতে কূলুপ এঁটে
ঢেকে দেয় আঁধার,
তবু প্রজন্মের ডাকে সলোক সাজাবো
ঘরে ঘরে।
জীবনকে মাপতে গিয়ে
হোঁচট খেয়ে ফিরে আসি
সন্ধ্যা নামার আগেই,
তবু সন্ধ্যা নামে, আঁধার নামে
যোগ বিয়োগের বৃত্তান্ত
ঝুলে থাকে গোধূলী সময়।
লেখাঃ ২৪/১২/১৫ইং
দ্বীপ সরকার
যদি সন্ধ্যা নামে কখনো
জীবনকে বলে দেবো
আঁধার শিখে নিস,
এই আঁধার গহবরে বিরান হবার
কতোনা গল্প ছুঁয়ে যায়,
কতোবার পরাজয় ঘটলো বয়সের,
কতোবার পরাজয় ঘটলো
গোধূলীবেলার রেখাচিত্রের,
তবু আঁধারকে জীবন ভেবে
জয় খুঁজি দিবালোকেই।
গাণিতিক সুত্রকে শত্রু ভেবে শিখা
হয়নি জীবন বোধের সমীকরণ,
কেবল অবেলায় এসে শিখে যাই
সন্ধ্যে সন্ধ্যে পাঠ।
যদি এভাবে সন্ধ্যা এসে
উপলব্ধিতে কূলুপ এঁটে
ঢেকে দেয় আঁধার,
তবু প্রজন্মের ডাকে সলোক সাজাবো
ঘরে ঘরে।
জীবনকে মাপতে গিয়ে
হোঁচট খেয়ে ফিরে আসি
সন্ধ্যা নামার আগেই,
তবু সন্ধ্যা নামে, আঁধার নামে
যোগ বিয়োগের বৃত্তান্ত
ঝুলে থাকে গোধূলী সময়।
লেখাঃ ২৪/১২/১৫ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দ্বীপ সরকার ১৯/০১/২০১৬শুভ কামনা সকলকে।
-
হাসান কাবীর ০৫/০১/২০১৬ভালো হয়েছে। শুভেচ্ছা।
-
জে এস সাব্বির ০৩/০১/২০১৬জীবনটা কখনো সন্ধ্যা নামার আগেই ফুড়িয়ে যেতে চায় ,কখনোবা অপ্রত্যাশিত সন্ধ্যা আসে ।নামে আধার ।আশা প্রদীপ নিভে যায় ।সেই প্রদীপ জিইয়ে রাখতে নবলন্ঠ নিয়ে হাজির হয় নবসেনারা ।
ভাল লিখেছেন আপনি ।+++ -
মনিরুজ্জামান শুভ্র ০৩/০১/২০১৬ভাল লিখেছেন। চালিয়ে যান ।
-
পরশ ০২/০১/২০১৬ভালো
-
মাহাবুব ০১/০১/২০১৬ভালো লাগলো।
-
পরশ ০১/০১/২০১৬সুন্দর হয়েছে