অভিমান ভাঙলে
তোমার দীঘল কেশ জানে
আঁধার ছুঁলে চঞ্চল হয়ে ওঠে
গাঢ় অন্ধকার,
তোমার স্বপ্নীল চোখ জানে
নয়নে নয়ন রাখলে
সেমিকোলনে আটকে থাকে
মায়ার ভিড়।
শুধু অভিমান ভাঙলে
তোমার সে চোখে, সে চুলে
আড়িপাতা গল্পের দিন
ভেসে ওঠে।
লেখাঃ ২০/১২/১৫ইং
আঁধার ছুঁলে চঞ্চল হয়ে ওঠে
গাঢ় অন্ধকার,
তোমার স্বপ্নীল চোখ জানে
নয়নে নয়ন রাখলে
সেমিকোলনে আটকে থাকে
মায়ার ভিড়।
শুধু অভিমান ভাঙলে
তোমার সে চোখে, সে চুলে
আড়িপাতা গল্পের দিন
ভেসে ওঠে।
লেখাঃ ২০/১২/১৫ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দ্বীপ সরকার ০১/০১/২০১৬ধন্যবাদ ও শুভ নব বর্ষ।
-
দ্বীপ সরকার ০১/০১/২০১৬ধন্যবাদ ও শুভ নব বর্ষ।
-
শান্তনু মণ্ডল ২৮/১২/২০১৫মিষ্টি একটা রোমান্টিকতা ছুঁয়ে গেলো ,বেশ লেগেছে l
-
সুব্রত দাশ আপন ২৮/১২/২০১৫বেশ রোমান্টিকধাচের কবিতা। মনোমুগ্ধ হওয়ার মতো। বেশ ভাল লাগলো। শুভেচ্ছা কবি দা।