সুখ সুখ বিবৃতি
একদা সুখগুলো চলচ্চিত্র হতো
জীবনবোধের উপখ্যানে।
সুখগুলো পরিধেয় টিশার্টের
খাঁজে মুদ্রিত থাকতো
জীবনে থেকে জীবনে।
দেহান্তরের সান্নিধ্য পেলে আস্তাকুঁড়ে
যেতো লজ্জাবনত অন্ধকার,
নৈপুন্যতায় গেঁথে থাকতো
জোসনামাখা রাত,
আর শরতমুখি হওয়া দিনসমূহ।
বিবিধ গল্পের ফাঁকে সুখগুলো
হারিয়ে গেলে লিপিস্টিকের রঙ
বিবৃতি দেয় পাল্টে যাবার।
লেখাঃ ৫/১১/১৫ইং
ঐক্যপাড়া, গোবিন্দগঞ্জ
জীবনবোধের উপখ্যানে।
সুখগুলো পরিধেয় টিশার্টের
খাঁজে মুদ্রিত থাকতো
জীবনে থেকে জীবনে।
দেহান্তরের সান্নিধ্য পেলে আস্তাকুঁড়ে
যেতো লজ্জাবনত অন্ধকার,
নৈপুন্যতায় গেঁথে থাকতো
জোসনামাখা রাত,
আর শরতমুখি হওয়া দিনসমূহ।
বিবিধ গল্পের ফাঁকে সুখগুলো
হারিয়ে গেলে লিপিস্টিকের রঙ
বিবৃতি দেয় পাল্টে যাবার।
লেখাঃ ৫/১১/১৫ইং
ঐক্যপাড়া, গোবিন্দগঞ্জ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দ্বীপ সরকার ২৩/১২/২০১৫ধন্যবাদ সকলকে।
-
এস, এম, আরশাদ ইমাম ২৮/১১/২০১৫আবারো পড়তে হবে। লিপিস্টিকের বিবৃতিটি। ধন্যবাদ।
-
হাসান কাবীর ২৮/১১/২০১৫ভাল হয়েছে।
-
মোঃ মুলুক আহমেদ ২৭/১১/২০১৫মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ছি|