উপমিত হবো
উপমিত হবো বলে এ পথে এসেছি।
এই জঞ্জালি জীবনে কলম ধরেছি
তামাশা ভরে।
শিল্পী হতে গেলে বুঁদ হওয়া গিটারের
ঋণ চাপে আমার কপালে,
সেকারনেই কোকিলের জবানে
টিকে গেলো রুনার বিস্তীর্ণ গলার কৃতিত্ব।
আমার আর হওয়া হলোনা।
সময়ের ঠোঁটে তাই ফুটলো হাহাকার।
অভিনেতা হতে চেয়ে সালমানের মর দেহে
পশম খুঁটেছি বহুকাল,
কুক্ষিগত মাদুরে লুকিয়ে রেখেছে
অভিজ্ঞতার বিপ্লব,
অতঃপর পারিনি নৃত্যের তালে
ঢেউ ঢেউ খেলতে -তার মতন।
জয়নুলের বাবুই চোখে
তুলি ঘুরিয়ে ঘুরিয়ে
চিত্র আঁকতে চেয়েছি তার মতন,
অতঃপর বিবশ হাতে তুলিসমূহ
ছিচকে মেঘের ঘোরে হারিয়ে যেতে যেতে
নিঃশেষ হয়ে গেলো শিল্পীত মোহ।
তারপর কবি হওয়ার লোভে
প্রকৃতির ছিরিছাদে যাপমান
জ্যামিতির ইতিহাস,
বৃত্তের বাইরে উস্কানির মাদকতায়
ভরপুর অনুভূতির চারাগাছ।
কৃষিকলম খুঁটে খুঁটে যন্ত্রণা উপড়ে
তোলা শিখলো ছন্দ পাঠে।
তুই কবি বানাবি হে মায়াবিনী,
উপমায় জরিয়ে দিবি স্বপ্নের চাদর?
লেখাঃ ২১ / ০৯ / ১৫ইং।
এই জঞ্জালি জীবনে কলম ধরেছি
তামাশা ভরে।
শিল্পী হতে গেলে বুঁদ হওয়া গিটারের
ঋণ চাপে আমার কপালে,
সেকারনেই কোকিলের জবানে
টিকে গেলো রুনার বিস্তীর্ণ গলার কৃতিত্ব।
আমার আর হওয়া হলোনা।
সময়ের ঠোঁটে তাই ফুটলো হাহাকার।
অভিনেতা হতে চেয়ে সালমানের মর দেহে
পশম খুঁটেছি বহুকাল,
কুক্ষিগত মাদুরে লুকিয়ে রেখেছে
অভিজ্ঞতার বিপ্লব,
অতঃপর পারিনি নৃত্যের তালে
ঢেউ ঢেউ খেলতে -তার মতন।
জয়নুলের বাবুই চোখে
তুলি ঘুরিয়ে ঘুরিয়ে
চিত্র আঁকতে চেয়েছি তার মতন,
অতঃপর বিবশ হাতে তুলিসমূহ
ছিচকে মেঘের ঘোরে হারিয়ে যেতে যেতে
নিঃশেষ হয়ে গেলো শিল্পীত মোহ।
তারপর কবি হওয়ার লোভে
প্রকৃতির ছিরিছাদে যাপমান
জ্যামিতির ইতিহাস,
বৃত্তের বাইরে উস্কানির মাদকতায়
ভরপুর অনুভূতির চারাগাছ।
কৃষিকলম খুঁটে খুঁটে যন্ত্রণা উপড়ে
তোলা শিখলো ছন্দ পাঠে।
তুই কবি বানাবি হে মায়াবিনী,
উপমায় জরিয়ে দিবি স্বপ্নের চাদর?
লেখাঃ ২১ / ০৯ / ১৫ইং।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ১০/০৩/২০১৬দারুণ
-
দ্বীপ সরকার ২৭/১১/২০১৫সকলকে ধন্যবাদ।
-
এস, এম, আরশাদ ইমাম ১৮/১১/২০১৫কবি তো হয়েই গেলেন। এবার একটু কবিতার দিকে ভাল বাসা ছড়ান, শব্দগুলোকে সঠিক বাঁধনে সঠিক ইটে গাঁথুন। দেখবেন কিভাবে কাব্যমহলা গড়ে ওঠে।
অনেক সুন্দর হয়েছে, এটুকু ছাড়া। -
রইস উদ্দিন খান আকাশ ১৫/১১/২০১৫দারুণ
-
দেবাশীষ দিপন ১৪/১১/২০১৫বাহ দারুণ!
-
মোবারক হোসেন ১৪/১১/২০১৫ধন্যবাদ।
-
নির্ঝর ১৪/১১/২০১৫ধন্যবাদ!
-
রাশেদ খাঁন ১৪/১১/২০১৫nice
-
সুহেল ইবনে ইসহাক ১৪/১১/২০১৫Chomotker hoyeche prio KOBI. Shubho kamona roilo...
-
সুহেল ইবনে ইসহাক ১৪/১১/২০১৫Chomotker hoyeche prio KOBI ...
-
দেবব্রত সান্যাল ১৪/১১/২০১৫বা: , চমত্কার !