www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছয়টি অণুকাব্য

(এক)
বিলম্বে ভুল বুঝলে
আমায় ভেবো প্রত্যূষের জবা;
দেখবে দুঃখগুলো ধীরস্থির হচ্ছে।

(দুই)
চাটুকার দিন
রজনীকে ভাবে পরিবর্তন ;
রজনী টিকে থাকে জোনাকির প্রশ্নে।

(তিন)
আড়ম্বর ভুলে
জ্যামিতির প্যাঁচ শিখো;
একদিন সরলরেখা পাবে।

(চার)
ভুল থেরাপিতে সাপ
বাঁকা হয়ে চলা শিখলে
সভ্যতার কি আসে যায়।

(পাঁচ)
বাঁদরে অবয়বে
দৃষ্টি কুড়িয়ে আনো ;
আদি মানবের চলচ্চিত্র পাবে।

( ছয়)
বাবুই হাওয়া
পথ হারালে ধুলোমলিন হয় দুপুর ;
রাস্তার পাশে মুখস্থ করে মৌনতা।

লেখাঃ১৮/৯/২০১৫ইং
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১০/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast