ছয়টি অণুকাব্য
(এক)
বিলম্বে ভুল বুঝলে
আমায় ভেবো প্রত্যূষের জবা;
দেখবে দুঃখগুলো ধীরস্থির হচ্ছে।
(দুই)
চাটুকার দিন
রজনীকে ভাবে পরিবর্তন ;
রজনী টিকে থাকে জোনাকির প্রশ্নে।
(তিন)
আড়ম্বর ভুলে
জ্যামিতির প্যাঁচ শিখো;
একদিন সরলরেখা পাবে।
(চার)
ভুল থেরাপিতে সাপ
বাঁকা হয়ে চলা শিখলে
সভ্যতার কি আসে যায়।
(পাঁচ)
বাঁদরে অবয়বে
দৃষ্টি কুড়িয়ে আনো ;
আদি মানবের চলচ্চিত্র পাবে।
( ছয়)
বাবুই হাওয়া
পথ হারালে ধুলোমলিন হয় দুপুর ;
রাস্তার পাশে মুখস্থ করে মৌনতা।
লেখাঃ১৮/৯/২০১৫ইং
বিলম্বে ভুল বুঝলে
আমায় ভেবো প্রত্যূষের জবা;
দেখবে দুঃখগুলো ধীরস্থির হচ্ছে।
(দুই)
চাটুকার দিন
রজনীকে ভাবে পরিবর্তন ;
রজনী টিকে থাকে জোনাকির প্রশ্নে।
(তিন)
আড়ম্বর ভুলে
জ্যামিতির প্যাঁচ শিখো;
একদিন সরলরেখা পাবে।
(চার)
ভুল থেরাপিতে সাপ
বাঁকা হয়ে চলা শিখলে
সভ্যতার কি আসে যায়।
(পাঁচ)
বাঁদরে অবয়বে
দৃষ্টি কুড়িয়ে আনো ;
আদি মানবের চলচ্চিত্র পাবে।
( ছয়)
বাবুই হাওয়া
পথ হারালে ধুলোমলিন হয় দুপুর ;
রাস্তার পাশে মুখস্থ করে মৌনতা।
লেখাঃ১৮/৯/২০১৫ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শান্তনু মণ্ডল ২৯/১২/২০১৫সুন্দর
-
রুহুল আমীন রৌদ্র. ২৬/১১/২০১৫অসাধরণ
-
সহিদুল হক ১৩/১১/২০১৫সবকটিই শিক্ষণীয়।
-
দ্বীপ সরকার ১৩/১১/২০১৫ধন্যবাদ সকলকে।
-
নির্ঝর ১০/১১/২০১৫একই লেখা বারবার পড়তে ভাল লাগে না
-
তরীকুল ইসলাম সৈকত ০৩/১১/২০১৫সব গুলোই সুন্দর।
-
তপন দাস ০১/১১/২০১৫প্রতিটিই বেশ ভালো লাগলো
-
Md. Ashik Hossain Rone ৩১/১০/২০১৫খুব ভাল লাগলো ।
-
ঋজু কবি ৩০/১০/২০১৫খুব সুন্দর কবিতা ।
-
মনিরুজ্জামান শুভ্র ৩০/১০/২০১৫অসাধারণ ।
-
শমসের শেখ ৩০/১০/২০১৫কবি সত্যি অসাধারণ লিখেছেন।
-
শুভাশিষ আচার্য ২৯/১০/২০১৫সবগুলোই খুব ভালো। তিনটা বেশ মনে ধরেছে।