হিসেবের খেরোখাতা
খুব নিকটের হিসেবগুলো
পৃথক হতে থাকলে
বিভক্ত করে নিই নিজেকে
অঙ্কের বিপরীতে,
চলতে চলতে ফাঁস করে
ফেলা অঙ্কের ভিন্নতা
ক্ষতি আনে বায়বীয় ভুল।
তবে বেচাকেনা শেষে
ভবিষ্যত টাঙিয়ে থাকে
হিসেবের ঠোঁটে।
এভাবেই জীবন - হিসেবের খেরোখাতা।
লেখাঃ ২৬/৯/১৫ইং
পৃথক হতে থাকলে
বিভক্ত করে নিই নিজেকে
অঙ্কের বিপরীতে,
চলতে চলতে ফাঁস করে
ফেলা অঙ্কের ভিন্নতা
ক্ষতি আনে বায়বীয় ভুল।
তবে বেচাকেনা শেষে
ভবিষ্যত টাঙিয়ে থাকে
হিসেবের ঠোঁটে।
এভাবেই জীবন - হিসেবের খেরোখাতা।
লেখাঃ ২৬/৯/১৫ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দ্বীপ সরকার ২৯/১০/২০১৫ধন্যবাদ।
-
অ ২৪/১০/২০১৫সুন্দর হয়েছে ।
-
রুহুল আমীন রৌদ্র. ২২/১০/২০১৫হিসেবের খেরোখাতা, দারুন।
-
শমসের শেখ ২২/১০/২০১৫ভালো এগিয়ে যান
-
নির্ঝর ২২/১০/২০১৫ভালো লাগলো