একটি শবযাত্রা ও শকুন
কাঁধে কাফনের মানুষ
বিষণ্নের ক্যাটালগে শবযাত্রার ভীড়
চলছে শ্মশানের দিকে কদমে কদমে,
কান্নার ভীড়ে লুণ্ঠিত আত্নীয়তার আঁচুল,
এভাবেই মাথার ওপরে লটকে থাকা শুন্যে
শকুনদের পদচারনা বাড়ে।
লাশের গন্ধে নাকি শকুনের মাতাল ঠোঁট থেমে যায়
বাহুল্য উড়াউড়ি থেকে -মহাশুন্যে।
মৃতের যাত্রা পথে থমকে যায় বাহুল্য স্বীকারোক্তি,
উত্থান পতনের ঘোর কাটে শকুনের আত্নার।
যেখানে তাঁবু পেরিয়ে আকাশ নেমে পড়ে,
যেখানে মানুষ মরে বেঁচে থাকে নিজস্ব অভিজ্ঞতায়,
সুযোগ বুঝে শকুনগুলো ইহলৌকিক
ডানা মেলে।
পাপদ্রব্য চাপা দিয়ে ফিরতি
মানুষগুলো কদমে কদমে অগ্রসর হয়,
আর
আমরা গোটা ক,জন চেয়ে চেয়ে দেখছি
বিপন্ন শকুন গল্প কুড়োচ্ছে।
০৮/০৯/১৫ ইং
বিষণ্নের ক্যাটালগে শবযাত্রার ভীড়
চলছে শ্মশানের দিকে কদমে কদমে,
কান্নার ভীড়ে লুণ্ঠিত আত্নীয়তার আঁচুল,
এভাবেই মাথার ওপরে লটকে থাকা শুন্যে
শকুনদের পদচারনা বাড়ে।
লাশের গন্ধে নাকি শকুনের মাতাল ঠোঁট থেমে যায়
বাহুল্য উড়াউড়ি থেকে -মহাশুন্যে।
মৃতের যাত্রা পথে থমকে যায় বাহুল্য স্বীকারোক্তি,
উত্থান পতনের ঘোর কাটে শকুনের আত্নার।
যেখানে তাঁবু পেরিয়ে আকাশ নেমে পড়ে,
যেখানে মানুষ মরে বেঁচে থাকে নিজস্ব অভিজ্ঞতায়,
সুযোগ বুঝে শকুনগুলো ইহলৌকিক
ডানা মেলে।
পাপদ্রব্য চাপা দিয়ে ফিরতি
মানুষগুলো কদমে কদমে অগ্রসর হয়,
আর
আমরা গোটা ক,জন চেয়ে চেয়ে দেখছি
বিপন্ন শকুন গল্প কুড়োচ্ছে।
০৮/০৯/১৫ ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহফুজুর রহমান ০৭/১০/২০১৫
-
দেবব্রত সান্যাল ০৬/১০/২০১৫সব কবিতা বুঝবো আশা করিনা। এটা বুঝলাম না। বোঝার দ্বায়িত্ব যেহেতু পাঠকের , তাই কিছু বলার নেই।
প্রথম কথা - প্রথম লাইনটি শব্দের দোষে অর্থবহ নয় ।
দ্বিতীয়ত - শব্দের বানানে কিছুটা ভুল আছে ।
সবচাইতে যেটা বলবার বিষয় - কবিতায় কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে " কবি রুদ্র " আপনাতে বিকশিত ।
কবিতা পাঠে আসক্ত থাকা ভালো তবে কবিতায় আছন্ন থাকা দোষনীয় ।।