কাঁধ ভরা আকাশ
বর্ষা এলেই আকাশ এসে বসে থাকে কাঁধে,
কাঁধ ভরা আকাশ আল্টান্টিকের
সুইচে আটকে থাকে কিছু সময়,
লু - প্রান্তরে অভিসারে ছুটোছুটি করে
পোয়াতি মেঘ,
নগরে নগরে মেঘের পালক ওড়ে।
পাহাড়ের গায়ে ঠেস দিয়ে
বাষ্পের পত্র লেখালেখি -
জলবায়ুর ছাদে সময়ের আদ্যপান্ত
লিখে রাখে রংধনু।
মানুষের কষ্ট কে বোঝে আকাশবীনে,
এই আকাশ , এই মেঘ
সুঢৌল পাহাড় চুইয়ে বর্ষা নামে।
বায়ু পথ খোলা রেখে আসমানে অথৈ
মিছিল সঙ্গমহীন মেঘবালিকার,
জরায়ুতে নদী খুলে বসে থাকা সবটা
আকাশ নাব্যতার করে আয়োজন।
প্রকান্ড পাথরের ঘর্ষণে
সমাজে বৃষ্টিরা নেমে আসে।
জমিনে জমিনে প্রান্তর খুলে
কাঁধের আকাশ পিল পিল করে
নেমে পড়ে আলগোছে।
লেখাঃ ২৪/৮/১৫ইং
কাঁধ ভরা আকাশ আল্টান্টিকের
সুইচে আটকে থাকে কিছু সময়,
লু - প্রান্তরে অভিসারে ছুটোছুটি করে
পোয়াতি মেঘ,
নগরে নগরে মেঘের পালক ওড়ে।
পাহাড়ের গায়ে ঠেস দিয়ে
বাষ্পের পত্র লেখালেখি -
জলবায়ুর ছাদে সময়ের আদ্যপান্ত
লিখে রাখে রংধনু।
মানুষের কষ্ট কে বোঝে আকাশবীনে,
এই আকাশ , এই মেঘ
সুঢৌল পাহাড় চুইয়ে বর্ষা নামে।
বায়ু পথ খোলা রেখে আসমানে অথৈ
মিছিল সঙ্গমহীন মেঘবালিকার,
জরায়ুতে নদী খুলে বসে থাকা সবটা
আকাশ নাব্যতার করে আয়োজন।
প্রকান্ড পাথরের ঘর্ষণে
সমাজে বৃষ্টিরা নেমে আসে।
জমিনে জমিনে প্রান্তর খুলে
কাঁধের আকাশ পিল পিল করে
নেমে পড়ে আলগোছে।
লেখাঃ ২৪/৮/১৫ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দ্বীপ সরকার ১৯/০৯/২০১৫ধন্যবাদ সকলকে।
-
তপন দাস ১৪/০৯/২০১৫দারুণ তো!
-
রুহুল আমীন রৌদ্র. ১৪/০৯/২০১৫দারুন....
অনুপম...
শুভেচ্ছা রইল বন্ধু। -
কিশোর কারুণিক ১৪/০৯/২০১৫বেশ
-
মায়নুল হক ১৩/০৯/২০১৫বেশ খুব ভালো
-
শাহাদাত হোসেন রাতুল ১৩/০৯/২০১৫Lekhaa porlam besh Valo laglo
-
স্বপন শর্মা ১৩/০৯/২০১৫চমৎকার।