অভিমান ছিঁড়ে ফেলি
যন্ত্রণার প্রহর কাটা ক্ষত, মন ছুঁই ছুঁই বেলকোনিতে আগলে ধরা হাওয়া, কখনো কখনো বিদঘুটে আঁধার
হেঁটে চলে আত্নায়,অভিমান ছিঁড়ে ফেলি সযত্নে, গাঢ় বিষন্নতা ঠোঁটপথে সুনসান থাকে তুমিহীন।
অনেক প্রশস্ত পথের সংকোচন ঘটে রাডারের ওপড় বসা দাঁড়কাকের,দাঁড়কাক বড্ড একা।
বিশ্বাস আপাতত ঋণচক্রে স্তব্ধ,
রাগত স্বরে বলি,চলো হাত ধরে মিমাংসার কপাট খুলি,ছিটকি খুলে স্তন্যপায়ী অভিমান চুষে খাই পরস্পরে। এতটাই অবিশ্বাস করো আমাকে ?
ডানহিল পুড়ে ছাইদানিকে কৃপা করে ভরিয়ে তোলে নরম তুলতুলে পাহাড়। আগন্তক অভিমান তবে সুইচ টিপলেই মানুষ হয়ে ওঠেনা সেরকম করে।
যে রকম এ্যানার্জির খইমন উড়াউড়ি করে শহরে,
বিষণ্নতার মহাসড়কে অভিমান হাঁটে ক্রোসচিহ্ন দেখে দেখে,স্পীড ব্রেকারে বিশুদ্ধ হবার ছলে আলগোছে পাড় হয় মৌনতা।
তারপর তুমি আমি মিলে গেরস্থ্য হবো বলে কৃষিক্ষেতে অভিমান ছিটাবো নিরন্তর,
শোধবোধ খামে সুখ ভরিয়ে দেবো,
আলিঙ্গণ মেপে নির্জনতা দেবো,
তোমার আমার ক্ষতবিমুখ প্রাণে ছড়িয়ে ছিটিয়ে থাকা আঁধারের নির্যাস -নিতান্তই বিবদমান চাবুকের পেরেশানি জমায় শরীরে শরীরে।
এবার ভাঙ্গো, অভিমান ভাঙ্গো।
লেখাঃ২০/০৮/১৫ইং
হেঁটে চলে আত্নায়,অভিমান ছিঁড়ে ফেলি সযত্নে, গাঢ় বিষন্নতা ঠোঁটপথে সুনসান থাকে তুমিহীন।
অনেক প্রশস্ত পথের সংকোচন ঘটে রাডারের ওপড় বসা দাঁড়কাকের,দাঁড়কাক বড্ড একা।
বিশ্বাস আপাতত ঋণচক্রে স্তব্ধ,
রাগত স্বরে বলি,চলো হাত ধরে মিমাংসার কপাট খুলি,ছিটকি খুলে স্তন্যপায়ী অভিমান চুষে খাই পরস্পরে। এতটাই অবিশ্বাস করো আমাকে ?
ডানহিল পুড়ে ছাইদানিকে কৃপা করে ভরিয়ে তোলে নরম তুলতুলে পাহাড়। আগন্তক অভিমান তবে সুইচ টিপলেই মানুষ হয়ে ওঠেনা সেরকম করে।
যে রকম এ্যানার্জির খইমন উড়াউড়ি করে শহরে,
বিষণ্নতার মহাসড়কে অভিমান হাঁটে ক্রোসচিহ্ন দেখে দেখে,স্পীড ব্রেকারে বিশুদ্ধ হবার ছলে আলগোছে পাড় হয় মৌনতা।
তারপর তুমি আমি মিলে গেরস্থ্য হবো বলে কৃষিক্ষেতে অভিমান ছিটাবো নিরন্তর,
শোধবোধ খামে সুখ ভরিয়ে দেবো,
আলিঙ্গণ মেপে নির্জনতা দেবো,
তোমার আমার ক্ষতবিমুখ প্রাণে ছড়িয়ে ছিটিয়ে থাকা আঁধারের নির্যাস -নিতান্তই বিবদমান চাবুকের পেরেশানি জমায় শরীরে শরীরে।
এবার ভাঙ্গো, অভিমান ভাঙ্গো।
লেখাঃ২০/০৮/১৫ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইমরান কবির রুপম ০৯/০৯/২০১৫দারুণ
-
দ্বীপ সরকার ০৪/০৯/২০১৫ধন্যবাদ সকলকে।
-
শাহাদাত হোসেন রাতুল ০১/০৯/২০১৫besh Valo lekha
lekha pore mugdho hlam
Shuveccha Janben Kobi bondhu -
নীরব রাজ ৩১/০৮/২০১৫ভালো লাগলো...
-
আবুল হাসান ৩১/০৮/২০১৫ভালো।
-
কল্লোল বেপারী ৩১/০৮/২০১৫খুব সুন্দর লিখেছেন।
-
জহরলাল মজুমদার ৩০/০৮/২০১৫বেশ
-
রইস উদ্দিন খান আকাশ ৩০/০৮/২০১৫বেশ সুন্দর