নদীর আছে জল
একদা হাঁটছিলাম নদীর তীরে..
তীর বোঝাই অজস্র রোদ,
নদীটা বালুচরে গা ভাসিয়ে
দৈনন্দিন চৌচির হচ্ছে।
কি যে খটখটে তাম্রলিপির বালুকাময়
অজৈবিকতার চিকচিকে দাবদাহ!
নৌকোর মাস্তল আটকে অাছে ভাগ্য নিয়ে- তীরে।
ছাগল ভেড়ার ছুটোছুটি দিনমান,
ঘাটের ভিখিরি আস্তিন ঝেড়ে
ছায়া খোঁজে অগত্যা।
|
মন ভালো নেই নদীর।
নাব্যতা হারিয়ে মেহনতি মেজাজে
ঘুমহীন নদী বেশ্যার মতন
একলা পড়ে থাকে।
কেউ নেই। মাঝি নেই, ইলিশ নেই,
বহমান স্রোত নেই।
|
তৈলাক্ত কষ্টেরা নিছক পিচ্ছিল অনুভবমাত্র!
উপলব্ধির পিঠে এখন ভিজে যাওয়া সুখজ শ্রাবণ।
|
হে ভেড়া ও ছাগলের দল!
তোমরা ঘাঁস চিবিয়ে জীবন বাঁচাও,
নদীর বুক মাড়িয়ে, চৌচির শরীরে
ছুটোাছুটি করে তাবৎ
সবুজ গিলে খাও অনায়াসে,
এখন তোমাদের দিন শেষ -
নদীরও আছে জল,
সুখ প্রবল
শ্রাবণ এসে ঢেউ নাচাবে,
গভীর অতল।
|
লেখাঃ ১০/০৭/১৫ইং
তীর বোঝাই অজস্র রোদ,
নদীটা বালুচরে গা ভাসিয়ে
দৈনন্দিন চৌচির হচ্ছে।
কি যে খটখটে তাম্রলিপির বালুকাময়
অজৈবিকতার চিকচিকে দাবদাহ!
নৌকোর মাস্তল আটকে অাছে ভাগ্য নিয়ে- তীরে।
ছাগল ভেড়ার ছুটোছুটি দিনমান,
ঘাটের ভিখিরি আস্তিন ঝেড়ে
ছায়া খোঁজে অগত্যা।
|
মন ভালো নেই নদীর।
নাব্যতা হারিয়ে মেহনতি মেজাজে
ঘুমহীন নদী বেশ্যার মতন
একলা পড়ে থাকে।
কেউ নেই। মাঝি নেই, ইলিশ নেই,
বহমান স্রোত নেই।
|
তৈলাক্ত কষ্টেরা নিছক পিচ্ছিল অনুভবমাত্র!
উপলব্ধির পিঠে এখন ভিজে যাওয়া সুখজ শ্রাবণ।
|
হে ভেড়া ও ছাগলের দল!
তোমরা ঘাঁস চিবিয়ে জীবন বাঁচাও,
নদীর বুক মাড়িয়ে, চৌচির শরীরে
ছুটোাছুটি করে তাবৎ
সবুজ গিলে খাও অনায়াসে,
এখন তোমাদের দিন শেষ -
নদীরও আছে জল,
সুখ প্রবল
শ্রাবণ এসে ঢেউ নাচাবে,
গভীর অতল।
|
লেখাঃ ১০/০৭/১৫ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাবিক ১২/০৮/২০১৫খুব ভালোলাগলো
-
পিয়ালী দত্ত ০৪/০৮/২০১৫ভাল লাগল কবি
-
দ্বীপ সরকার ০৪/০৮/২০১৫ধন্যবাদ সকলে।
-
শূন্য ০২/০৮/২০১৫অসাধারন এবং অসাধারন।
কবিতার দিকে তাকালে মনে হয় মন্তব্যটাই সাধারন হয়ে গেল -
কিশোর কারুণিক ০১/০৮/২০১৫ভাল
-
বিমূর্ত পথিক ০১/০৮/২০১৫বাহ্, খুব সুন্দর লিখেছেন।