www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মেঘ বর্ষার কাব্য

মে‌ঘেরা আবৃত্তি ক‌রে ক‌রে
বরষার সুর তো‌লে
উ‌ঠোনে সানবাঁধা ঘা‌টে-
নীলচে ডানা মে‌লে
কদম্ব ফুলে ফু‌লে ।

ছা‌মিয়ানা আকাশ পা‌নে
তাকি‌য়ে
কাদাজল মা‌খি‌য়ে
ওড়াউ‌ড়ি করে চিল,
এবং বিচ‌লিত হাঙরের শিং
ক‌রে জলপান ভেত‌রে ভেত‌রে ।

বর্ষার শরীরে এ‌তো জল -
গোপ‌নে এ‌সে ভি‌জি‌য়ে দেয়ার ছলে
কুমা‌রী পৃ‌থিবী‌তে খা‌নেক সময়
জল‌কেলি‌তে
আহা ! কি যে লজ্জা,
চ‌কিত অনুভবে অজস্র বৃষ্টি
মানব সমা‌জে এ‌সে
উগড়ি‌য়ে দেয় সভ্যতার বর্ষণ।

লেখাঃ ২৭/৫/১৫ইং
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৭/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast