মেঘ বর্ষার কাব্য
মেঘেরা আবৃত্তি করে করে
বরষার সুর তোলে
উঠোনে সানবাঁধা ঘাটে-
নীলচে ডানা মেলে
কদম্ব ফুলে ফুলে ।
ছামিয়ানা আকাশ পানে
তাকিয়ে
কাদাজল মাখিয়ে
ওড়াউড়ি করে চিল,
এবং বিচলিত হাঙরের শিং
করে জলপান ভেতরে ভেতরে ।
বর্ষার শরীরে এতো জল -
গোপনে এসে ভিজিয়ে দেয়ার ছলে
কুমারী পৃথিবীতে খানেক সময়
জলকেলিতে
আহা ! কি যে লজ্জা,
চকিত অনুভবে অজস্র বৃষ্টি
মানব সমাজে এসে
উগড়িয়ে দেয় সভ্যতার বর্ষণ।
লেখাঃ ২৭/৫/১৫ইং
বরষার সুর তোলে
উঠোনে সানবাঁধা ঘাটে-
নীলচে ডানা মেলে
কদম্ব ফুলে ফুলে ।
ছামিয়ানা আকাশ পানে
তাকিয়ে
কাদাজল মাখিয়ে
ওড়াউড়ি করে চিল,
এবং বিচলিত হাঙরের শিং
করে জলপান ভেতরে ভেতরে ।
বর্ষার শরীরে এতো জল -
গোপনে এসে ভিজিয়ে দেয়ার ছলে
কুমারী পৃথিবীতে খানেক সময়
জলকেলিতে
আহা ! কি যে লজ্জা,
চকিত অনুভবে অজস্র বৃষ্টি
মানব সমাজে এসে
উগড়িয়ে দেয় সভ্যতার বর্ষণ।
লেখাঃ ২৭/৫/১৫ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দ্বীপ সরকার ০১/০৮/২০১৫ধন্যবাদ সকলকে।
-
কিশোর কারুণিক ৩০/০৭/২০১৫হা হা
-
মেহেদী হাসান (নয়ন) ২৯/০৭/২০১৫খুন ভাল লাগলো। আমার পাতায় আমন্ত্রণ রয়লো
-
অ ২৯/০৭/২০১৫সুন্দর বর্ষাকাব্য ।
-
সমরেশ সুবোধ পড়্যা ২৯/০৭/২০১৫ভালো লাগলো। কবি প্রকৃতিপ্রেমী। অনেকানেক শুভেচ্ছা।