ভালোবাসা ও চাবুেকর ধ্বনি
ভালোবাসি শব্দটা বলতেই
আচমকা এসে কাঁপে ঠোঁটপথে,
তখন ঘোড়ার পিঠে
গর্জে ওঠা চাবুকের ধ্বনী
বুকের পাশে জমিয়ে তোলে নীল।
ভালোবাসা শব্দটা শুনলেই
বিবেকের টানে
আঙ্গুল চোষে শিশু,
তবু তোমার তপমন কাঁদেনা।
২৭ /৬/১৫ইং
আচমকা এসে কাঁপে ঠোঁটপথে,
তখন ঘোড়ার পিঠে
গর্জে ওঠা চাবুকের ধ্বনী
বুকের পাশে জমিয়ে তোলে নীল।
ভালোবাসা শব্দটা শুনলেই
বিবেকের টানে
আঙ্গুল চোষে শিশু,
তবু তোমার তপমন কাঁদেনা।
২৭ /৬/১৫ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ২৪/০৮/২০১৫চাবুক বানানটি ভুল আছে।
-
দ্বীপ সরকার ২৪/০৭/২০১৫ধন্যবাদ সকলকে।
-
সাইদুর রহমান ২৩/০৭/২০১৫সুন্দর ভাবনা সুন্দর কবিতা।
-
জহরলাল মজুমদার ২৩/০৭/২০১৫ভাল
-
স্বাধীন আমিনুল ইসলাম ২২/০৭/২০১৫ভাল