সে দিন একটা মেঘ ছিটকে পড়েছিলো
সেদিন একটা মেঘ ছিটকে পড়েছিলো
মেঘের অন্তড়াল থেকে
মালয় সাগড়ের পাড়ে,
গন্তব্যহীন আকাশের পাশে,
আকাশের ঝালর ছুঁয়ে
ছিটকে পড়েছিলো সেই মেঘ
সহস্র বছর ধরে
নদীতটে,দারুচিনি দ্বীপে।
সেদিন যে মেঘ ছিটকে পড়েছিলো,
অন্তরের আরতি মাখা মায়া মমতা রেখে
শত বঞ্চনায় ভর করে বৃষ্টি হয়ে-
উঠোনজুরে অস্থিতিশীল ঝড় কাঁপে।
ভালোবাসার গন্তব্যে নির্জীব আকাশ
নিম্নগামী হতে থাকে
নিম্নগামী আকাশের কিনারে
দুঃখগুলো ছড়িয়ে পড়ে ক্ষণে ক্ষণে।
আমার অন্তরই মূলত মালয় সাগর
আমার অন্তরই মূলত দারুচিনি দ্বীপ
আমার অন্তরই মুলত নদীতট
সে দিন যে মেঘ ছিটকে পড়েছিলো
সে মেঘর নাম কষ্ট
সে মেঘের নাম ভুল বোঝাবুঝির বিড়ম্বনা,
সে মেঘের নাম বিরহ নীল,
আমার অন্তরে এখনো
কষ্টের মেঘ ছিটকে এসে পড়ে
সুযোগ পেলেই.....।
--------------------------
১২/৬/১৫ইং
গয়নাকুড়ি,গোহাইল,
শাজাহানপুর,বগুড়া
মেঘের অন্তড়াল থেকে
মালয় সাগড়ের পাড়ে,
গন্তব্যহীন আকাশের পাশে,
আকাশের ঝালর ছুঁয়ে
ছিটকে পড়েছিলো সেই মেঘ
সহস্র বছর ধরে
নদীতটে,দারুচিনি দ্বীপে।
সেদিন যে মেঘ ছিটকে পড়েছিলো,
অন্তরের আরতি মাখা মায়া মমতা রেখে
শত বঞ্চনায় ভর করে বৃষ্টি হয়ে-
উঠোনজুরে অস্থিতিশীল ঝড় কাঁপে।
ভালোবাসার গন্তব্যে নির্জীব আকাশ
নিম্নগামী হতে থাকে
নিম্নগামী আকাশের কিনারে
দুঃখগুলো ছড়িয়ে পড়ে ক্ষণে ক্ষণে।
আমার অন্তরই মূলত মালয় সাগর
আমার অন্তরই মূলত দারুচিনি দ্বীপ
আমার অন্তরই মুলত নদীতট
সে দিন যে মেঘ ছিটকে পড়েছিলো
সে মেঘর নাম কষ্ট
সে মেঘের নাম ভুল বোঝাবুঝির বিড়ম্বনা,
সে মেঘের নাম বিরহ নীল,
আমার অন্তরে এখনো
কষ্টের মেঘ ছিটকে এসে পড়ে
সুযোগ পেলেই.....।
--------------------------
১২/৬/১৫ইং
গয়নাকুড়ি,গোহাইল,
শাজাহানপুর,বগুড়া
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২৬/০৯/২০১৭ভাল লিখেছেন কবি।
-
দ্বীপ সরকার ১৮/০৭/২০১৫ধন্যবাদ সকলকে।
-
সাইদুর রহমান ১৩/০৭/২০১৫সুন্দর কাব্য।
-
জহরলাল মজুমদার ১১/০৭/২০১৫দারুণ
-
মোবারক হোসেন ১১/০৭/২০১৫ভাল লাগলো ।ধন্যবাদ।