সাওমকে ধরো
পুড়ে পুড়ে
রোদ দুপুরে
মনটা হোক খাঁটি।
চোখের ভেতর
ঢুকছে গতর
শরীর পরিপাটি।
উপোস থাকি
আর কি বাঁকি
মূল্য চাই ন্যায্য।
দিন কাটলো
ক্ষূধা আঁটলো
সবই পরিত্যাজ্য।
রোজার ফর্জ
নয়তো কর্জ
নর নারী সকলের।
পুরুস্কার নিশ্চিত
বাঁকি নয় কিঞ্চিত
কষ্ট ও ধকলের।
ইফতারে হাসপাস
পাপ গোলে ছাইপাস
শরীরটা কাতর ।
হাত পা ঝাড়ো
সাওম'কে ধরো
সাওমই কষ্টিপাথর।
চোখ কান খুলে
রিপু কাম ভুলে
সেপথেই হাঁটি।
ঈমানের শক্তিতে
আল্লার ভক্তিতে
নিজেকেই বাঁটি।
লেখাঃ০৪/০৭/১৫ইং
........... ...... বগুড়া
রোদ দুপুরে
মনটা হোক খাঁটি।
চোখের ভেতর
ঢুকছে গতর
শরীর পরিপাটি।
উপোস থাকি
আর কি বাঁকি
মূল্য চাই ন্যায্য।
দিন কাটলো
ক্ষূধা আঁটলো
সবই পরিত্যাজ্য।
রোজার ফর্জ
নয়তো কর্জ
নর নারী সকলের।
পুরুস্কার নিশ্চিত
বাঁকি নয় কিঞ্চিত
কষ্ট ও ধকলের।
ইফতারে হাসপাস
পাপ গোলে ছাইপাস
শরীরটা কাতর ।
হাত পা ঝাড়ো
সাওম'কে ধরো
সাওমই কষ্টিপাথর।
চোখ কান খুলে
রিপু কাম ভুলে
সেপথেই হাঁটি।
ঈমানের শক্তিতে
আল্লার ভক্তিতে
নিজেকেই বাঁটি।
লেখাঃ০৪/০৭/১৫ইং
........... ...... বগুড়া
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কৃশানু মাইতি ১৪/০৭/২০১৫সত্যিকারের আলো।
-
শাহাদাত হোসেন রাতুল ১১/০৭/২০১৫ভাল লাগা রেখে গেলাম ।।
-
মোবারক হোসেন ১১/০৭/২০১৫সত্য পথের আহবান!ধন্যবাদ কবি।
-
দ্বীপ সরকার ১১/০৭/২০১৫ধন্যবাদ সকলকে।
-
জহরলাল মজুমদার ১০/০৭/২০১৫হা সুন্দর
-
শান্তনু ব্যানার্জ্জী ১০/০৭/২০১৫বাহ! খুব ভাল লাগল
-
স্বপন শর্মা ১০/০৭/২০১৫চমৎকারচমৎকার