অভিমান
অাকাশ অভিমান করলে
মেঘ জমে
রংধনু অভিমান করলে
বৃষ্টি নামে
রাত্রী অভিমান করলে
একলা পড়ে থাকে
পূর্ণিমা অভিমান করলে
অমাবস্যায় ঢাকে
শ্রাবণ অভিমান করলে
বৃষ্টি আসে
নদী অভিমান করলে
জোয়ারে ভাসে
রৌদ্র অভিমান করলে
ছায়া পড়ে
তুমি বন্ধু অভিমান করলে
অশ্রু ঝরে।
লেখাঃ ২৪/৬/১৫ইং
মেঘ জমে
রংধনু অভিমান করলে
বৃষ্টি নামে
রাত্রী অভিমান করলে
একলা পড়ে থাকে
পূর্ণিমা অভিমান করলে
অমাবস্যায় ঢাকে
শ্রাবণ অভিমান করলে
বৃষ্টি আসে
নদী অভিমান করলে
জোয়ারে ভাসে
রৌদ্র অভিমান করলে
ছায়া পড়ে
তুমি বন্ধু অভিমান করলে
অশ্রু ঝরে।
লেখাঃ ২৪/৬/১৫ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দ্বীপ সরকার ১০/০৭/২০১৫ধন্যবাদ সকলকে।
-
মোঃ জুলফিকার আলী ৩০/০৬/২০১৫কবি অভিমান করলে কী হয়? বলুন তো। অভিমানের ফিরিস্তি নিয়ে...চমৎকার।
-
কৃশানু মাইতি ২৮/০৬/২০১৫ভালোবাসে বলেই তো ওরা এত অভিমান করে। খুব ভালো লেগেছে।
-
আব্দুল মান্নান মল্লিক ২৮/০৬/২০১৫সুন্দর কবিতা
-
জহরলাল মজুমদার ২৭/০৬/২০১৫সেলফোন মেসেজের মত লাগল
-
মোবারক হোসেন ২৭/০৬/২০১৫আমাদের ভাববার বিষয় হল,অভিমানের ফল
ভাল না মন্দ।ধন্যবাদ কবি।