জন্ম দিন ও সুফিয়া কামাল চরিতঃ
জন্ম দিন ও সুফিয়া কামাল চরিতঃ
দ্বীপ সরকার
১০৫ তম জন্ম দিন আজ । ১৯১১ সালে ২০জুন বরিশালের শায়েস্তাবাদে জন্মগ্রহন করেন। তারঁ পরিবার অতি রক্ষণশীল এবং পর্দানশীলা হওয়া সত্বেও তিনি নিজ প্রতিভাগুণে উচ্চ শিক্ষায় শিক্ষিত হোন।
ছোটবেলা থেকেই তিনি লেখা লেখিতে মনোনিবেশ করেন। তাঁর লেখায় প্রেম,প্রকৃতি,দেশের সচিত্র ফুটে উঠেছে। ইসলামিক অনেক লেখা সুপরিচি লাভ করেছে।
এছাড়াও তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলেন। এর মধ্যে নারী মুক্তির আন্দোলন এবং স্বৈরাচারবিরোধী আন্দোলন খুব উল্লেখযোগ্য ছিলো। এসব আন্দোলনের দ্রোহতার ভাববিশ্লেষণ তার লেখায় ফুটে তুলেছেন। তিনি কিছু সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। তাঁর মধ্য ছিলো কচি-কাঁচার মেলা,ছায়ানট,বাংলাদেশ মহিলা পরিষদ।
বেগম সুফিয়া কামাল এদেশের একজন নারীজাগরণের কবি ছিলেন। নারী সমাজকে জাগতিক ভাবে উদ্বুদ্ধকরন,কুসংস্কারাচ্ছন্ন থেকে ফিরিয়ে এনে বাস্তববাদের দিকে পথ নির্দেশনা ছিলো তাঁর লেখার বিষয়বস্ত। তাঁর লেখা বইয়ের মধ্যে উদাত্ত পৃথিবী,
একাত্তরের ডায়েরী,একালে আমাদের কাল,মায়া কাজল,কেয়ার কাঁটা,সাঁঝের মায়া প্রভৃতি।
দ্বীপ সরকার
১০৫ তম জন্ম দিন আজ । ১৯১১ সালে ২০জুন বরিশালের শায়েস্তাবাদে জন্মগ্রহন করেন। তারঁ পরিবার অতি রক্ষণশীল এবং পর্দানশীলা হওয়া সত্বেও তিনি নিজ প্রতিভাগুণে উচ্চ শিক্ষায় শিক্ষিত হোন।
ছোটবেলা থেকেই তিনি লেখা লেখিতে মনোনিবেশ করেন। তাঁর লেখায় প্রেম,প্রকৃতি,দেশের সচিত্র ফুটে উঠেছে। ইসলামিক অনেক লেখা সুপরিচি লাভ করেছে।
এছাড়াও তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলেন। এর মধ্যে নারী মুক্তির আন্দোলন এবং স্বৈরাচারবিরোধী আন্দোলন খুব উল্লেখযোগ্য ছিলো। এসব আন্দোলনের দ্রোহতার ভাববিশ্লেষণ তার লেখায় ফুটে তুলেছেন। তিনি কিছু সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। তাঁর মধ্য ছিলো কচি-কাঁচার মেলা,ছায়ানট,বাংলাদেশ মহিলা পরিষদ।
বেগম সুফিয়া কামাল এদেশের একজন নারীজাগরণের কবি ছিলেন। নারী সমাজকে জাগতিক ভাবে উদ্বুদ্ধকরন,কুসংস্কারাচ্ছন্ন থেকে ফিরিয়ে এনে বাস্তববাদের দিকে পথ নির্দেশনা ছিলো তাঁর লেখার বিষয়বস্ত। তাঁর লেখা বইয়ের মধ্যে উদাত্ত পৃথিবী,
একাত্তরের ডায়েরী,একালে আমাদের কাল,মায়া কাজল,কেয়ার কাঁটা,সাঁঝের মায়া প্রভৃতি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবুল হাসান ২৪/০৮/২০১৫সুন্দর
-
সমরেশ সুবোধ পড়্যা ০১/০৮/২০১৫শুভ জন্মদিনে আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
-
দ্বীপ সরকার ১০/০৭/২০১৫ধন্যবাদ বন্ধু সকলকে।
-
নাসিফ আমের চৌধুরী ০৩/০৭/২০১৫সুন্দর
-
প্রণব কুসুম দত্ত ২৮/০৬/২০১৫প্রণাম জানাই কবিকে।
-
দ্বীপ সরকার ২৭/০৬/২০১৫ধন্যবাদ সকলকে।
-
অ ২৬/০৬/২০১৫ভালো লাগল পড়ে ।
-
জে এস সাব্বির ২১/০৬/২০১৫ভাল একটা রিভিউ
-
সাইদুর রহমান ২০/০৬/২০১৫বেশ লিখেছেন।
-
T s J ২০/০৬/২০১৫ধন্যবাদ