ব্যস্তমূখর দিনলিপি
সারাদিন অফিস শেষে
রিক্সার হুট নামিয়ে উদাস
হাওয়ায় বিলিয়ে দেই ক্লান্তির শরীর।
ব্যস্তমূখর দিন চলে সময়ের ধাপে ধাপে
হাতের ফাইলপত্র ছিটকে পড়ে ভিড়ে,
ভুলোমন আটকে থাকে
টিস্যু পেপারের ছায়ায়,
বদ্ধ ঘর, চার দেয়ালের ভেতর
রুটিন মাফিক জীবন যাপন,
আর আমি
এ্যস্ট্রে ভর্তি ব্যস্ততা মেপে
কালোত্তীর্ণ হতে থাকি।
আত্নার ভেতর থেকে
হারিয়ে যেতে থাকি।
মনে থাকেনা কোন কিছু,
অতঃপর এক রাশ ক্লান্তি
বাতাসের পালকিতে নেচে ওঠে
বিভোল গানে।
এরপর টি স্টলে কবিদের আড্ডায়
আড়িপাতা কবিতারা জেগে ওঠে,
ঢুলু ঢুলু চোখ, তন্দ্রাচ্ছন্ন নিকোটিন,
প্রেমিকার অাড়পাতা চোখ,
ব্যকুলতায় টানে অনুযোগে,অনুরাগে।
আমি ব্যস্ত, ব্যস্ততার ঘাড়ে চেপে
বেড়ে ওঠে সময়ের আয়ু।
তবু চলি। চলতে হয় অটোমেটিক্যালি।
লেখাঃ ৩১/৫/১৫ ইং
দ্বীপ সরকার
গয়নাকুড়ি,গোহাইল,
শাজাহানপুর,বগুড়া।
মুঠোফোনঃ ০১৭১৯৭৫১৭৯
রিক্সার হুট নামিয়ে উদাস
হাওয়ায় বিলিয়ে দেই ক্লান্তির শরীর।
ব্যস্তমূখর দিন চলে সময়ের ধাপে ধাপে
হাতের ফাইলপত্র ছিটকে পড়ে ভিড়ে,
ভুলোমন আটকে থাকে
টিস্যু পেপারের ছায়ায়,
বদ্ধ ঘর, চার দেয়ালের ভেতর
রুটিন মাফিক জীবন যাপন,
আর আমি
এ্যস্ট্রে ভর্তি ব্যস্ততা মেপে
কালোত্তীর্ণ হতে থাকি।
আত্নার ভেতর থেকে
হারিয়ে যেতে থাকি।
মনে থাকেনা কোন কিছু,
অতঃপর এক রাশ ক্লান্তি
বাতাসের পালকিতে নেচে ওঠে
বিভোল গানে।
এরপর টি স্টলে কবিদের আড্ডায়
আড়িপাতা কবিতারা জেগে ওঠে,
ঢুলু ঢুলু চোখ, তন্দ্রাচ্ছন্ন নিকোটিন,
প্রেমিকার অাড়পাতা চোখ,
ব্যকুলতায় টানে অনুযোগে,অনুরাগে।
আমি ব্যস্ত, ব্যস্ততার ঘাড়ে চেপে
বেড়ে ওঠে সময়ের আয়ু।
তবু চলি। চলতে হয় অটোমেটিক্যালি।
লেখাঃ ৩১/৫/১৫ ইং
দ্বীপ সরকার
গয়নাকুড়ি,গোহাইল,
শাজাহানপুর,বগুড়া।
মুঠোফোনঃ ০১৭১৯৭৫১৭৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রণব কুসুম দত্ত ২০/০৬/২০১৫ভালো মাণের লেখা।
-
দ্বীপ সরকার ২০/০৬/২০১৫ধন্যবাদ সকলকে।
-
মোবারক হোসেন ১৯/০৬/২০১৫কবিতা নয় বাস্তবতা। ধন্যবাদ।
-
খালিদ ১৯/০৬/২০১৫NICE POEM