একদা এক কলম বলেছিলো
একদা এক কলম বলেছিলো
আমি সব লিখবো,সব
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াবে
আমার যৌক্তিক ঠোঁট,
দাড়াবেই।
আমি আমাকে লিখবো
আমার যন্ত্রণা লিখবো
আমার ভেতর লিখবো
আমার বাহির লিখবো
লিখবোই।
একদা এক কলম
জন্ম থেকে লিখতে চাইছিলো
প্রতিবাদী হয়ে
দায়বদ্ধতা থেকে
সমাজের ত্রুটি,ভ্রুকুটি
উন্মোচন করে করে
আয়নায় দাঁড় করাতে
চেয়েছিলো শান্তির অবয়ব।
অথচ,আজো পারেনি
অবেশেষের অশান্তি
কলমের চারপাশ ঘোরেফেরে
কলম বড্ড বেকার প্রকৃতির।
ঘুম থেকে জেগে দেখি
রাস্তার পাশে পড়ে আছে নিতান্ত লাশ
কলম আর চলেনা,নিথর পথচলে।
লেখাঃ ২৫/৫/১৫ ইং
আমি সব লিখবো,সব
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াবে
আমার যৌক্তিক ঠোঁট,
দাড়াবেই।
আমি আমাকে লিখবো
আমার যন্ত্রণা লিখবো
আমার ভেতর লিখবো
আমার বাহির লিখবো
লিখবোই।
একদা এক কলম
জন্ম থেকে লিখতে চাইছিলো
প্রতিবাদী হয়ে
দায়বদ্ধতা থেকে
সমাজের ত্রুটি,ভ্রুকুটি
উন্মোচন করে করে
আয়নায় দাঁড় করাতে
চেয়েছিলো শান্তির অবয়ব।
অথচ,আজো পারেনি
অবেশেষের অশান্তি
কলমের চারপাশ ঘোরেফেরে
কলম বড্ড বেকার প্রকৃতির।
ঘুম থেকে জেগে দেখি
রাস্তার পাশে পড়ে আছে নিতান্ত লাশ
কলম আর চলেনা,নিথর পথচলে।
লেখাঃ ২৫/৫/১৫ ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দ্বীপ সরকার ১৪/০৬/২০১৫ধন্যবাদ সকলকে।
-
অগ্নিপক্ষ ১১/০৬/২০১৫গুড
-
নিরঝরা ১০/০৬/২০১৫অসাধারণ কবি
-
রেনেসাঁ সাহা ১০/০৬/২০১৫অসাধারণ কবিতা। শুধু নীরবতাই পারে এমন কবিতার ভার বহন করতে; শেষ লাইন দু'টিতে খুব শৈল্পিক ভাবে বাস্তবতা এঁকেছেন। কবিতা জুড়ে প্রতিবাদী কালো চাবুকের আঘাত। এক চাবুক কবিতা ।
ভালো থাকুন। -
শাহাদাত হোসেন রাতুল ১০/০৬/২০১৫ভালো লাগলো !!
-
জে এস সাব্বির ০৯/০৬/২০১৫কলম সৈনিকরা আজও বেঁচে আছে । প্রানবন্ত কলম এবার সেই আশা পূরণ হবে তোমার দ্বীপ সরকারের হাত ধরে ।
গ্রেট জব ! -
T s J ০৮/০৬/২০১৫ভাল লাগল
-
মোঃজাহেদ হোসেন ০৮/০৬/২০১৫ভালো লাগল
-
মোবারক হোসেন ০৮/০৬/২০১৫কলম থেমে গেলেও তুমি তো থেমে নেই!
ধন্যবাদ কবি।