সেও আমার কবিতা
দুঃখ সলিলে ভাসতে ভাসতে
নিরঙ্কুশ জয়ী হও তীরে,
আর মেহনতি শ্রমের ঘাম
অহংকারে মুছে ফেলো অকপটে
সেও আমার কবিতা।
চৌত্রের পিঠে চড়ে
এই তো একটা চিলেকোঠা রোদ
সহস্র কষ্ট রেখে চলে গেলো
সেও আমার কবিতা।
যে দুঃখিনী মায়ালতা
ভালোবাসাকে করেছিলো আপন
গোপনে দুঃখজলে মিশে গেলো,
সেও আপাতত কবিতা।
প্রেম যাকে ছুঁতে চায়
নিরন্তর এড়িয়ে চলার কৌশলে
অদ্ভুদ ব্যাকরনের চোখ খুলে যায়
এটাকেও ইদানিং কবিতা,ই
বলতে চাই, বলবোই।
কবিতাকে কবিতার মত করে
গড়ে তুলেতে পারিনা
কাদামাটি জলে লেপ্টে যায়,ভেস্তে যায়,
কবিতা তেমন হয়ে না উঠলেও
হচ্ছে তো জনম জনম।
লেখাঃ ২৬/৫/১৫ইং
নিরঙ্কুশ জয়ী হও তীরে,
আর মেহনতি শ্রমের ঘাম
অহংকারে মুছে ফেলো অকপটে
সেও আমার কবিতা।
চৌত্রের পিঠে চড়ে
এই তো একটা চিলেকোঠা রোদ
সহস্র কষ্ট রেখে চলে গেলো
সেও আমার কবিতা।
যে দুঃখিনী মায়ালতা
ভালোবাসাকে করেছিলো আপন
গোপনে দুঃখজলে মিশে গেলো,
সেও আপাতত কবিতা।
প্রেম যাকে ছুঁতে চায়
নিরন্তর এড়িয়ে চলার কৌশলে
অদ্ভুদ ব্যাকরনের চোখ খুলে যায়
এটাকেও ইদানিং কবিতা,ই
বলতে চাই, বলবোই।
কবিতাকে কবিতার মত করে
গড়ে তুলেতে পারিনা
কাদামাটি জলে লেপ্টে যায়,ভেস্তে যায়,
কবিতা তেমন হয়ে না উঠলেও
হচ্ছে তো জনম জনম।
লেখাঃ ২৬/৫/১৫ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
গৌরাঙ্গ সুন্দর পাত্র ১৯/০৭/২০১৫অনবদ্য ভাবনা । মনে দাগ কাটল । শুভেচ্ছা রইলো ।
-
দ্বীপ সরকার ০৮/০৬/২০১৫ধন্যবাদ সকলকে।
-
মোবারক হোসেন ০৭/০৬/২০১৫সুন্দর কবিতা
-
সাইদুর রহমান ০৬/০৬/২০১৫খুব সুন্দর কাব্য।
-
মনিরুজ্জামান শুভ্র ০৫/০৬/২০১৫বেশ ভাল লাগলো...