আমি প্রেমিক হবো
আমার মন বলে
একখন্ড পাথর এনে দে,
আঘাত খেলে খেলে
বুকের পাঁজরে ফুল ফুটাবো
আমি প্রেমিক হবো।
আমার ঠোঁট বলে
একটুকরো নীল এনে দে,
উষ্ণতায় জড়িয়ে বাঁকা চাঁদ
আকণ্ঠজুরে মেখে নেবো।
আমি প্রেমিক হবো।
আমার চোখ বলে
জলধোয়া শ্রাবণ এনে দে,
সিক্ততায় জড়িয়ে পদ্মা মেঘনা
সুখের সরবর বানবো
আমি প্রেমিক হবো।
আমার কন্ঠ বলে
নীলকাঠির বাঁশি এনে দে,
রাতজাগা ঠোঁট বুলিয়ে
পিরিতির সুর সাধাবো
আমি প্রেমিক হবো।
লেখাঃ ১২/৫/১৫ইং
একখন্ড পাথর এনে দে,
আঘাত খেলে খেলে
বুকের পাঁজরে ফুল ফুটাবো
আমি প্রেমিক হবো।
আমার ঠোঁট বলে
একটুকরো নীল এনে দে,
উষ্ণতায় জড়িয়ে বাঁকা চাঁদ
আকণ্ঠজুরে মেখে নেবো।
আমি প্রেমিক হবো।
আমার চোখ বলে
জলধোয়া শ্রাবণ এনে দে,
সিক্ততায় জড়িয়ে পদ্মা মেঘনা
সুখের সরবর বানবো
আমি প্রেমিক হবো।
আমার কন্ঠ বলে
নীলকাঠির বাঁশি এনে দে,
রাতজাগা ঠোঁট বুলিয়ে
পিরিতির সুর সাধাবো
আমি প্রেমিক হবো।
লেখাঃ ১২/৫/১৫ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দ্বীপ সরকার ২০/০৫/২০১৫ধন্যবাদ সকলকে।
-
রইস উদ্দিন খান আকাশ ১৯/০৫/২০১৫চমৎকার
-
আব্দুল্লাহ্ আল মোন্তাজীর ১৬/০৫/২০১৫“আশা পূর্ণ হল না
আমার মনের বাসনা।” আপনার ক্ষেত্রে মিথ্যা প্রমাণিত হোক। আপনার ভাবের পূর্ণতা আসুক কাব্যে কাব্যে। খুব ভাল লাগল আপনার গভীর ভাবের কবিতা।
আপনার জন্য শুভ কামনা রইল। -
সাইদুর রহমান ১৬/০৫/২০১৫খুব সুন্দর প্রকাশ।
-
ডা: মো: রায়হান নবী ১৬/০৫/২০১৫দারুণ
-
আবিদ আল আহসান ১৬/০৫/২০১৫অনেক সুন্দর
-
শম্পা ১৬/০৫/২০১৫ভালো লিখেছেন।
-
দ্বীপ সরকার ১৫/০৫/২০১৫ধন্যবাদ ভাই
-
শাহাদাত হোসেন রাতুল ১৫/০৫/২০১৫কবি বন্ধু বেশ লিখেছে