অযাচিত যৌক্তিকতা
যখন তুমি প্রশ্ন করো
তখন আমি জিজ্ঞাসিত হই,
যখন তুমি দৃষ্টি দাও
তখন আমি দৃশ্যমান হই,
কিন্ত যখন তুমি ভালবাসো
তখন আমি প্রেমিক হতে পারিনা।
ভালোবাসার দাবি
উঠলেই প্রেমিক হওয়া যায়না।
নোঙর ফেললেই
তীরে পোঁছা বলা যায়না।
প্রেমিক নাকি শিশিরের মতন
টলটলায়মান ছেদবিন্দু
পাশাপাশি একাকার প্রশ্নোত্তর।
যে পথ পার হয়েছি
সে পথের নাবিক ভেবে
দুঃসাহস করেছিলাম ভ্রান্ত ক্রু!
লেখাঃ ৫/৫/১৫ইং
তখন আমি জিজ্ঞাসিত হই,
যখন তুমি দৃষ্টি দাও
তখন আমি দৃশ্যমান হই,
কিন্ত যখন তুমি ভালবাসো
তখন আমি প্রেমিক হতে পারিনা।
ভালোবাসার দাবি
উঠলেই প্রেমিক হওয়া যায়না।
নোঙর ফেললেই
তীরে পোঁছা বলা যায়না।
প্রেমিক নাকি শিশিরের মতন
টলটলায়মান ছেদবিন্দু
পাশাপাশি একাকার প্রশ্নোত্তর।
যে পথ পার হয়েছি
সে পথের নাবিক ভেবে
দুঃসাহস করেছিলাম ভ্রান্ত ক্রু!
লেখাঃ ৫/৫/১৫ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রণব কুসুম দত্ত ২৭/০৬/২০১৫ভাল।
-
দ্বীপ সরকার ১৫/০৫/২০১৫ধন্যবাদ সকলকে।
-
স্বপন শর্মা ১৫/০৫/২০১৫Onek sundorর
-
কায়সার মোহাম্মদ ইসলাম ০৮/০৫/২০১৫এই অসাধারণ কনট্রাস্টে ভরপুর ক্ষুদে কবিতাটা আমাকে ভাবিয়েছে অনেক; আসলেই ভালোবাসা আর ভালোবাসার-বস্তু হিসেবে নিজেকে পর্যবেক্ষণ করলে অনেক অপ্রিয় সত্যও বেড়িয়ে আসে জলের মতন সহজ ধারায়, নির্দ্বিধায় !!