মনের আত্নীয়তা
চোখ বোঝে
চোখের সীমানায় কতো
জল আছড়ে পড়ে,
ঠোঁট বোঝে
ঠোঁটের পরতে পরতে কতো
উষ্ণতা কাব্য করে,
শুধু-
মন বোঝেনা
মনের উঠোনে কতো
আত্নীয়তা নড়ে চড়ে।
৪/৫/১৫ইং
চোখের সীমানায় কতো
জল আছড়ে পড়ে,
ঠোঁট বোঝে
ঠোঁটের পরতে পরতে কতো
উষ্ণতা কাব্য করে,
শুধু-
মন বোঝেনা
মনের উঠোনে কতো
আত্নীয়তা নড়ে চড়ে।
৪/৫/১৫ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দ্বীপ সরকার ০৮/০৫/২০১৫ধন্যবাদ।
-
কায়সার মোহাম্মদ ইসলাম ০৭/০৫/২০১৫এককথায় দারুন !
-
আব্দুল মান্নান মল্লিক ০৬/০৫/২০১৫বাঃ, খুব সুন্দর কবিতা, আবার লিখবেন
-
শাহাদাত হোসেন রাতুল ০৫/০৫/২০১৫অল্প কোথায় বেশ লিখেছেন