সকালটা পুনঃমুদ্রিত হোক
কবিতার মলাটের মতই
আজকের এই সোনা ঝরা সকালটা
পুনঃমুদ্রিত হোক।
বিভোল রাত কাড়িয়ে
ঝিঁঝিঁ পোকার আস্তিন ঝেরে যে রোদ
খসে
খসে
পড়ে নারিকেল পাতার ফাঁকফোঁকর দিয়ে
বাঁশ ঝাড়ের নিসর্গ
ছুঁয়ে
ছুঁয়ে
পৃথিবীর পথঘাটে রেশমি আলোক
আজকের সকালটা পুনঃমুদ্রিত হোক।
শিশিরের ডাগর চোখ চুঁইয়ে একদা
ঝরেছিলো ইলশেগুড়ি স্বপ্ন
ময়ূরপঙ্খী পানসির মতই
হেঁটে
হেঁটে
কিষাণ মজদুরের কাছাকাছি
পরতে পরতে ধানসিঁড়ি সুখ
সয়ে
সয়ে
থমকে থাকে পথের বালক
আজকের সকালটা পুনঃমুদ্রিত হোক।
লেখাঃ ৩০/৪/১৫ইং
আজকের এই সোনা ঝরা সকালটা
পুনঃমুদ্রিত হোক।
বিভোল রাত কাড়িয়ে
ঝিঁঝিঁ পোকার আস্তিন ঝেরে যে রোদ
খসে
খসে
পড়ে নারিকেল পাতার ফাঁকফোঁকর দিয়ে
বাঁশ ঝাড়ের নিসর্গ
ছুঁয়ে
ছুঁয়ে
পৃথিবীর পথঘাটে রেশমি আলোক
আজকের সকালটা পুনঃমুদ্রিত হোক।
শিশিরের ডাগর চোখ চুঁইয়ে একদা
ঝরেছিলো ইলশেগুড়ি স্বপ্ন
ময়ূরপঙ্খী পানসির মতই
হেঁটে
হেঁটে
কিষাণ মজদুরের কাছাকাছি
পরতে পরতে ধানসিঁড়ি সুখ
সয়ে
সয়ে
থমকে থাকে পথের বালক
আজকের সকালটা পুনঃমুদ্রিত হোক।
লেখাঃ ৩০/৪/১৫ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কায়সার মোহাম্মদ ইসলাম ০৯/০৫/২০১৫হ্যাঁ, আসলেই আজকের সকালটাও পুনঃমুদ্রিত হল । ভাবতে গেলে ব্যাপারটা অসাধারণ ।
-
দ্বীপ সরকার ০৫/০৫/২০১৫ধন্যবাদ সকলকে।
-
আব্দুল মান্নান মল্লিক ০৪/০৫/২০১৫ভাল লাগলো, আবার লিখবেন কবি
-
সবুজ আহমেদ কক্স ০৪/০৫/২০১৫মুগ্ধকর
-
জসীম উদ্দীন মুহম্মদ ০২/০৫/২০১৫অসাধারণ মানের একটি কবিতা!!
-
এস ইসলাম ০১/০৫/২০১৫শব্দের বিন্যাসে সজাগ প্রচেষ্টা কাব্যময়তা তীব্র করেছে।