আমিও কাঁদবো একদিন
আমিও কাঁদবো একদিন
এই আকাশ,এই মেঘ
যতই কান্নার ভান করে বর্ষা আনুক,
এর চে' ঢেরগুণ বেশি কাঁদবো।
কখনো, কোন এক মহুর্তে কাঁদতেই হবে
কাঁদবার সাধ যে প্রকটতর আমার,
মেঘের কিনারে মোম গলা বৃষ্টি
চোখ কচলা কচলাতে নেমে আসুক তৃণ ভূমে,
এর চে'ঢেরগুণ বেশি কাঁদবো।
জলবায়ুর বিবর্তনে
প্যাকেটের ভেতরে ক্ষয়ে যাওয়া
ন্যাপথলিনের মতন
আমিও অবশিষ্ট থাকবোনা,
পাথরের ক্ষীণ হতে হতে বিদীর্ণ হবার মতনই
ঠিকঠাক আমিও চৌচির হবো,
তখন প্রকারান্তরে কেঁদে যাবে আমার নিদান চোখ।
হাঁসির ঠোঁটে অমাবস্যা আসবে,
অথবা বোশেখের তান্ডব আসবে,
খাওয়া,নাওয়ার সময় থাকবেনা গোছগাছ মতন,
এভাবেও যদি না পারো কাঁদাবার,
তবে এক মুঠো চোরা অাঘাত দিয়ে দিও,
আমি কাঁদবোই কাঁদবো।
লেখাঃ২২/৪/১৫ইং
এই আকাশ,এই মেঘ
যতই কান্নার ভান করে বর্ষা আনুক,
এর চে' ঢেরগুণ বেশি কাঁদবো।
কখনো, কোন এক মহুর্তে কাঁদতেই হবে
কাঁদবার সাধ যে প্রকটতর আমার,
মেঘের কিনারে মোম গলা বৃষ্টি
চোখ কচলা কচলাতে নেমে আসুক তৃণ ভূমে,
এর চে'ঢেরগুণ বেশি কাঁদবো।
জলবায়ুর বিবর্তনে
প্যাকেটের ভেতরে ক্ষয়ে যাওয়া
ন্যাপথলিনের মতন
আমিও অবশিষ্ট থাকবোনা,
পাথরের ক্ষীণ হতে হতে বিদীর্ণ হবার মতনই
ঠিকঠাক আমিও চৌচির হবো,
তখন প্রকারান্তরে কেঁদে যাবে আমার নিদান চোখ।
হাঁসির ঠোঁটে অমাবস্যা আসবে,
অথবা বোশেখের তান্ডব আসবে,
খাওয়া,নাওয়ার সময় থাকবেনা গোছগাছ মতন,
এভাবেও যদি না পারো কাঁদাবার,
তবে এক মুঠো চোরা অাঘাত দিয়ে দিও,
আমি কাঁদবোই কাঁদবো।
লেখাঃ২২/৪/১৫ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দ্বীপ সরকার ২৭/০৪/২০১৫ধন্যবাদ সকলকে।
-
সাইদুর রহমান ২৫/০৪/২০১৫খুব সুন্দর ভাবনা।
ভালো লাগলো। -
অগ্নিপক্ষ ২৪/০৪/২০১৫আমাকে আমার মতো হাঁচতে দাও!
-
সৈয়দ আলি আকবর, ২৪/০৪/২০১৫অনেক সুন্দর ভাব্না
-
ইকবাল হাসান ২৪/০৪/২০১৫সুন্দর লেখা । শুভকামনা কবির জন্য ............
-
শাহাদাত হোসেন রাতুল ২৪/০৪/২০১৫লিখেছেন কবিতায় আনমনে কিছু কথা
ভালো লেগেছে প্রতিটা লাইনের উষ্ণতা
এগিয়ে যান লিখে যান নিজ আপন উদ্দমে
চাইলে যান কবির লেখার ভালবাসার উষ্ণতা
কবিকে শুভ কামনা
শুভেচ্ছা ও ভালবাসা গ্রহন করুন -
আব্দুল মান্নান মল্লিক ২৪/০৪/২০১৫খুব ভাল লাগলো আপনার কবিতা পড়ে। আশা করি আরও ভাল ভাল কবিতা আমাদের জন্য লিখবেন।
-
সুজয় আচার্য্য ২৪/০৪/২০১৫বেশ ভাল লাগলো, ভাল থাকবেন।