অতঃপর বোশেখ আসলো
প্রেক্ষাপটঃ
অতঃপর বোশেখ আসলোই,
বোশেখের আশাবাদী আকাশ
বৃষ্টির টুকরোতে ফেলে নিঃশ্বাসের ধ্বনি
আর
মেঘের পালকিরা উল্লাসে
নেমে আসলো লোকালয়ে।
বক্তৃতাঃ
বোশেখ মানেই ভয় কাঁপা ভূগোলবন্দি নদী মাতৃকা,
বোশেখ মানেই এক ঝাঁক তুফানে
পাল ছেঁড়া নৌকোর গলোই,
বোশেখ মানেই একটা অতীতের
জীবনের পৃষ্টা থেকে তদানিন্তন হবার ইংগিত,
বোশেখ মানেই হালখাতার আসরে
দেনা পাওনার হিসেব কষা।
বোশেখের শেষ মানেটা হলো
জীবন বদলানোর অঙ্গিকারে
ঝড়ের সাথে, বৃষ্টির সাথে
একাকার হবার গল্পো।
নছিহতঃ
এভাবেই প্রকৃতির গতি ঘূর্নয়মান।
মানুষের জীবনও মেরুকরন করে
প্রকৃতির চরাচরে।
২০/৪/২০১৫ইং
অতঃপর বোশেখ আসলোই,
বোশেখের আশাবাদী আকাশ
বৃষ্টির টুকরোতে ফেলে নিঃশ্বাসের ধ্বনি
আর
মেঘের পালকিরা উল্লাসে
নেমে আসলো লোকালয়ে।
বক্তৃতাঃ
বোশেখ মানেই ভয় কাঁপা ভূগোলবন্দি নদী মাতৃকা,
বোশেখ মানেই এক ঝাঁক তুফানে
পাল ছেঁড়া নৌকোর গলোই,
বোশেখ মানেই একটা অতীতের
জীবনের পৃষ্টা থেকে তদানিন্তন হবার ইংগিত,
বোশেখ মানেই হালখাতার আসরে
দেনা পাওনার হিসেব কষা।
বোশেখের শেষ মানেটা হলো
জীবন বদলানোর অঙ্গিকারে
ঝড়ের সাথে, বৃষ্টির সাথে
একাকার হবার গল্পো।
নছিহতঃ
এভাবেই প্রকৃতির গতি ঘূর্নয়মান।
মানুষের জীবনও মেরুকরন করে
প্রকৃতির চরাচরে।
২০/৪/২০১৫ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ২৫/০৫/২০১৫অতঃপর পড়লাম।
-
সবুজ আহমেদ কক্স ২১/০৪/২০১৫দারুন লিখা
-
দ্বীপ সরকার ২১/০৪/২০১৫ধন্যবাদ সকলকে
-
পিয়ালী দত্ত ২০/০৪/২০১৫খুব ভাল
-
স্বপন রোজারিও(১) ২০/০৪/২০১৫বৈশাখ চির ভাস্বর।
-
রক্তিম ২০/০৪/২০১৫ভালো লাগলো কবি এই আবর্ত ঘিরে আমরা আছি ।