একবার না হয় নষ্ট হই
যদি এমন হতো
বাসন্তি ফুলের ঘ্রাণ মাখা
একটা বর্ষা এসে
ধুূয়ে তুলবে আমাকে
তবে আমি প্রায়শঃই নষ্ট হতাম।
অপবিত্রতায় মাখাতাম
আটপ্রৌঢ়ের শরীর আমার।
যদি এমন হতো
পর্বত চূড়ার আগ্নেয়গিরি
উনুনের পাশে বসা এই আমাকে
পুড়ে পুড়ে খাঁটি করে তুলবে,
তবে কামনার চাদরে
জড়ো করতাম কাম, কামাখ্যার রসদ সামগ্রী।
আমার তো খুব করে সাধ হয় নষ্ট হতে,
একবার না হয় হয়েই দেখি-
কতোটা বর্ষা এসে ধুয়ে তুলতে পারে
আমার অমনুষ্য,
কতোটা আগ্নেয়গিরি খাঁটি করতে পারে
আমার গোপনস্য।
লেখাঃ১/৪/১৫ইং
বাসন্তি ফুলের ঘ্রাণ মাখা
একটা বর্ষা এসে
ধুূয়ে তুলবে আমাকে
তবে আমি প্রায়শঃই নষ্ট হতাম।
অপবিত্রতায় মাখাতাম
আটপ্রৌঢ়ের শরীর আমার।
যদি এমন হতো
পর্বত চূড়ার আগ্নেয়গিরি
উনুনের পাশে বসা এই আমাকে
পুড়ে পুড়ে খাঁটি করে তুলবে,
তবে কামনার চাদরে
জড়ো করতাম কাম, কামাখ্যার রসদ সামগ্রী।
আমার তো খুব করে সাধ হয় নষ্ট হতে,
একবার না হয় হয়েই দেখি-
কতোটা বর্ষা এসে ধুয়ে তুলতে পারে
আমার অমনুষ্য,
কতোটা আগ্নেয়গিরি খাঁটি করতে পারে
আমার গোপনস্য।
লেখাঃ১/৪/১৫ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দ্বীপ সরকার ১৯/০৪/২০১৫ধন্যবাদ সকলকে।
-
জাহিদুর রহমান ১৪/০৪/২০১৫Opurbo sundor
-
সৈয়দ আলি আকবর, ১৩/০৪/২০১৫অপর্ব
-
রাধাশ্যাম জানা ১৩/০৪/২০১৫Khub sundar kobita...
-
সবুজ আহমেদ কক্স ০৯/০৪/২০১৫দারুন
-
স্বাধীন আমিনুল ইসলাম ০৭/০৪/২০১৫ভাল,মনের কথাগুলো গুছিয়ে লিখেছেন।
-
রইস উদ্দিন খান আকাশ ০৫/০৪/২০১৫বেশ ভালো
-
চিরন্তন ০৪/০৪/২০১৫বাঃ।।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৪/০৪/২০১৫এই ছিলো তোর মনে সাধনা..........জাস্ট জোকিং..........
-
ফারুক নুর ০৩/০৪/২০১৫যদি এমন হতো........সুন্দর ভাবনা
-
চোখের আলোয়_সম্পূর্ণা ০৩/০৪/২০১৫ভালো লাগলো ...
... > আটপৌরে ... -
আনন্দ মোহন বিশ্বাস ০৩/০৪/২০১৫ভাল লাগল !!
-
স্বপন রোজারিও(১) ০৩/০৪/২০১৫খুব ভাল হয়েছে।
-
অ ০৩/০৪/২০১৫দারুন ।