মানুষ সামাজিক দর্শন
আমি সকল যুক্তির পক্ষে
আবার সকল যুক্তির বিপক্ষেও,
আমি সকল সত্যের পক্ষে
আবার সকল সত্যের বিপক্ষেও,
কারন আমি মানুষ।
কিছু যুক্তি,কিছু অযুক্তি
কিছু সত্য,কিছু অসত্য
সব মিলিয়ে মানুষ সামাজিক।
যুক্তির আস্তিনে অযুক্তি লুকিয়ে থাকে
বলেই বিচার বিবেচনায়
সত্যের কলম অসত্যের কাব্য করে,
সত্য মিথ্যারা হয় তফাতহীন।
এতে দুঃখ দেখাবার কিছুই নেই,
হয়ে যাচ্ছে তো সব এভাবেই,
কারন সব মিলিয়েই মানুষ সামাজিক।
লেখাঃ৩০।৩।১৫ইং
আবার সকল যুক্তির বিপক্ষেও,
আমি সকল সত্যের পক্ষে
আবার সকল সত্যের বিপক্ষেও,
কারন আমি মানুষ।
কিছু যুক্তি,কিছু অযুক্তি
কিছু সত্য,কিছু অসত্য
সব মিলিয়ে মানুষ সামাজিক।
যুক্তির আস্তিনে অযুক্তি লুকিয়ে থাকে
বলেই বিচার বিবেচনায়
সত্যের কলম অসত্যের কাব্য করে,
সত্য মিথ্যারা হয় তফাতহীন।
এতে দুঃখ দেখাবার কিছুই নেই,
হয়ে যাচ্ছে তো সব এভাবেই,
কারন সব মিলিয়েই মানুষ সামাজিক।
লেখাঃ৩০।৩।১৫ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জাহিদুর রহমান ১৪/০৪/২০১৫Manus ek bicetro prani
-
দ্বীপ সরকার ০৩/০৪/২০১৫ধন্যবাদ দুজনকেই
-
অ ৩১/০৩/২০১৫একদম ঠিক কথা বলেছেন ।
-
কপিল দেব ৩০/০৩/২০১৫আসলেই তাই কবি !