বিবেকের সড়কে হাঁটি
আমি সতত বিবেকের কাঁচা সড়কে হাঁটি
প্রতিনিয়ত, প্রতি মহূর্তে,
সে পথে হেঁটে বেড়াই
কোন মানবতাকে খুঁজবার তরে,
অথচ সোজা পথ কিভাবে
এঁকে বেঁকে অমানবতার সীমানায়
ঠেকেছে নানান বক্র রেখাপথে।
আমি সতত বিবেকের সবুজ পথেই হাঁটি,
সে পথে অথচ সবুজ পত্র পল্লব নেই,
হেঁটে হেঁটে সহসাই
হারিয়ে ফেলি সরলরেখা পথ,
সে পথে মানুষ নামের পশুত্বের
পালক ওড়ে ধূলোয় ধূলোয়,
সে পথে নৈতিকতার ছায়া ওড়ে বিপথে,
বিবেকের পাঠ নেই চির সবুজ পথে।
সেই কাঁচা মাটির সড়কে
আজো পিচ ঢালা হলোনা বিবেকের,
ঘাস জন্মালোনা নীতির উঠোনে।
আমি আজো হেঁটে চলেছি সে পথেই
শুধু সত্য খুঁজবার তরে।
লেখাঃ২২/৩/১৫ইং
প্রতিনিয়ত, প্রতি মহূর্তে,
সে পথে হেঁটে বেড়াই
কোন মানবতাকে খুঁজবার তরে,
অথচ সোজা পথ কিভাবে
এঁকে বেঁকে অমানবতার সীমানায়
ঠেকেছে নানান বক্র রেখাপথে।
আমি সতত বিবেকের সবুজ পথেই হাঁটি,
সে পথে অথচ সবুজ পত্র পল্লব নেই,
হেঁটে হেঁটে সহসাই
হারিয়ে ফেলি সরলরেখা পথ,
সে পথে মানুষ নামের পশুত্বের
পালক ওড়ে ধূলোয় ধূলোয়,
সে পথে নৈতিকতার ছায়া ওড়ে বিপথে,
বিবেকের পাঠ নেই চির সবুজ পথে।
সেই কাঁচা মাটির সড়কে
আজো পিচ ঢালা হলোনা বিবেকের,
ঘাস জন্মালোনা নীতির উঠোনে।
আমি আজো হেঁটে চলেছি সে পথেই
শুধু সত্য খুঁজবার তরে।
লেখাঃ২২/৩/১৫ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দ্বীপ সরকার ২৬/০৩/২০১৫ধন্যবাদ সকলকে।
-
পিয়ালী দত্ত ২৪/০৩/২০১৫ভাল লাগা রইল
-
মো ফয়সাল রহমান ২৪/০৩/২০১৫Aro valo Hobe
-
স্বপন রোজারিও(১) ২৪/০৩/২০১৫বিবেকের পথে চলাই সঠিক।
-
সাইদুর রহমান ২৪/০৩/২০১৫অসাধারণ।
শুভেচ্ছা জানবেন। -
মোঃ সাইফুল ইসলাম ২৪/০৩/২০১৫দারুণ!