ফেরকা ফন্দি
শত দলে ফেরকা ফন্দি
হাজার মতে মত বন্দি
ইসলাম চলছে এভাবেই,
নানান মতের মিল মিশ
দ্বন্দে দ্বন্দে তর্কবাগিশ
দলিলের তোয়াক্কা নেই।
মানুষের মনগড়া দলে
ইসলাম আজ রসাতলে
সত্য আছে অবহেলায়,
ফেরকা ফিকির ইত্তাকার
যেমন চলছে ইচ্ছা যার
মুসলিম অমুসলিম চেনা দায়।
নবীর দল,মত এক
কোরআন হাদিস বলছে দ্যাখ
আমরা কি তা মানছি?
ইসলাম থেকে অনেক দূরে
ফেরকা ফন্দির সুরে সুরে
সেদিকেই সবাইকে টানছি।
লেখাঃ১৯/৩/১৫ইং
হাজার মতে মত বন্দি
ইসলাম চলছে এভাবেই,
নানান মতের মিল মিশ
দ্বন্দে দ্বন্দে তর্কবাগিশ
দলিলের তোয়াক্কা নেই।
মানুষের মনগড়া দলে
ইসলাম আজ রসাতলে
সত্য আছে অবহেলায়,
ফেরকা ফিকির ইত্তাকার
যেমন চলছে ইচ্ছা যার
মুসলিম অমুসলিম চেনা দায়।
নবীর দল,মত এক
কোরআন হাদিস বলছে দ্যাখ
আমরা কি তা মানছি?
ইসলাম থেকে অনেক দূরে
ফেরকা ফন্দির সুরে সুরে
সেদিকেই সবাইকে টানছি।
লেখাঃ১৯/৩/১৫ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দ্বীপ সরকার ২৪/০৩/২০১৫ধন্যবাদ সকলকে।
-
সবুজ আহমেদ কক্স ২২/০৩/২০১৫নাইস
-
সাইদুর রহমান ২১/০৩/২০১৫খুব ভালো লিখেছেন।
শুভেচ্ছা নিবেন। -
স্বপন রোজারিও(১) ১৯/০৩/২০১৫ভালো হয়েছে।
-
সবুজ আহমেদ কক্স ১৯/০৩/২০১৫নাইস লিখা