অথৈ শূন্যতার মিছিল
আমি ভালো থাকা থেকে নিরন্তর দূরে সরে যাই
ভালো থাকতে থাকতে ক্রমশঃ পিছিয়ে যাই
যোজন যোজন দূরে,
ভালো থাকতে থাকতে রুই কাতলার মত
ছুটোছুটি করি ভিন্ন অর্থে, ভিন্ন প্রেক্ষিতে।
ভালো থাকতে থাকতে
মন্দটি এসে কাঁধ বরাবর দারুন মিলমিশ,
মিশে যাই কারনে অকারনে ভালো-মন্দে,
অমাবস্যার মত গাঢ় রং এসে
মন্দের চারুপাঠ করে মাঝে মধ্যে।
অন্তরের ভেতরকার দুঃখ পাথর
ফিকে হতে হতে ক্ষয়ে যায়।
এত্ত সব ইট সিমেন্ট প্রাসঙ্গিক সুখ
এত্ত সব টিভি ফ্রিজ প্রাসঙ্গিক বিলাসিতা
এত্ত সব ছোয়াঁছুঁয়ি প্রেমের মিলমিশ
তবুও অপ্রেম,তবুও অমিল,তবুও অসুখ- বিসুখ।
আমি ভালো নেই,তুমিও ভালো নেই
কোথাও ভালো থাকা নেই
সবখানে অথৈ শূন্যতার মিছিল।
লেখাঃ৩/৩/১৫ইং
ভালো থাকতে থাকতে ক্রমশঃ পিছিয়ে যাই
যোজন যোজন দূরে,
ভালো থাকতে থাকতে রুই কাতলার মত
ছুটোছুটি করি ভিন্ন অর্থে, ভিন্ন প্রেক্ষিতে।
ভালো থাকতে থাকতে
মন্দটি এসে কাঁধ বরাবর দারুন মিলমিশ,
মিশে যাই কারনে অকারনে ভালো-মন্দে,
অমাবস্যার মত গাঢ় রং এসে
মন্দের চারুপাঠ করে মাঝে মধ্যে।
অন্তরের ভেতরকার দুঃখ পাথর
ফিকে হতে হতে ক্ষয়ে যায়।
এত্ত সব ইট সিমেন্ট প্রাসঙ্গিক সুখ
এত্ত সব টিভি ফ্রিজ প্রাসঙ্গিক বিলাসিতা
এত্ত সব ছোয়াঁছুঁয়ি প্রেমের মিলমিশ
তবুও অপ্রেম,তবুও অমিল,তবুও অসুখ- বিসুখ।
আমি ভালো নেই,তুমিও ভালো নেই
কোথাও ভালো থাকা নেই
সবখানে অথৈ শূন্যতার মিছিল।
লেখাঃ৩/৩/১৫ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দ্বীপ সরকার ১৭/০৩/২০১৫ধন্যবাদ সকলকে।
-
সবুজ আহমেদ কক্স ১৪/০৩/২০১৫মুগ্ধ হলাম
-
সাইদুর রহমান ১৪/০৩/২০১৫চমৎকার কবিতাটি।
শুভেচ্ছা নিবেন। -
চোখের আলোয়_সম্পূর্ণা ১৪/০৩/২০১৫শেষ ৩টি লাইন অনবদ্য...
-
অগ্নিপক্ষ ১৪/০৩/২০১৫বেস্ট
-
অগ্নিপক্ষ ১৪/০৩/২০১৫বেটার
-
অগ্নিপক্ষ ১৪/০৩/২০১৫গুড
-
নাজমুল আহসান ১৪/০৩/২০১৫অনবদ্য লেখেছেন কবি