www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার দৃষ্টি তোমার ভালোবাসা

তোমার দৃষ্টির গভীরতা খুঁজতে গিয়ে
বৈশ্বিক জলবায়ু তোয়াক্কা না করে
কতো কাঁদোয়া শ্রাবন পেরিয়ে
লবণাক্ত খরস্রোতা কান্নার নদী পেরিয়ে
সানবাধা ঘাটের তলদেশে খেয়েছি তাথৈ ডুব,
দেখি চোখের নিচেই পড়ে আছি
কালো দাগ হয়ে যুগ যুগ,
দেখা মিললোনা একটা দৃষ্টির ঠিকানার।

তোমার ভালোবাসার গভীরতা মাপতে গিয়ে
কতোবার হাড় মাংশের ভেতর হেঁটে হেঁটে
সাতসাগর রক্ত পেরিয়ে
বুক ভিটার সরল পথ পেরিয়ে
দেখি পাঁজরের পাশেই রয়ে গেছি যোজন বছর,
প্রকৃত ভালোবাসার গভীরতা
মেপে দেখে হলোনা আজো।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৩/২০১৫

মন্তব্যসমূহ

 
Quantcast