www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আর নয়

রক্তাক্ত বিষময় বারুদে ঘেরা,
নিয়তির ঘরে ক্রন্দণরতা কন্যা -
আর কত অভিশাপ দিয়েছিলে আমায়?
কেনই বা এনেছিলে আমায়?
আমি তো বারবার চিৎকারে জানান দিয়েছিলাম,
আসব না.. আসব না.. আসব না…
ধরীত্রিবাস আমি করব না না না।
রাত্রি গভীর, নিয়তি নিরব-বাকহীন।
দীপ্তস্বরে উচ্চারিল কন্যা -
বেশ তবে তাই হোক, পশুর দল মথিত করুক
আমার পবিত্রতা,
দূরে সরে যায় আমি তোমার থেকে -
ধিক্ তোমায় ধিক্!!
স্তব্ধ ক্ষণ, অবনত মস্তকে
নিয়তি দ্বিধাচিত্তে,
নির্বাক…
এই সব আমিই হয়েছি!!!
বৃষ্টির ফোঁটা টিপটিপ করে জানান দেয়
নিয়তির কান্না, রুদ্ধ কন্ঠে ভাসে
এই শেষ, আর নয়…
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৬/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast