www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি পাহাড় হয়েছি

আমার তো কোথাও যাবার নেই,
তুমি যাবে? তবে যাও।
আমি তো পাহাড় হতে চেয়েছি,
শতশহস্র গাছ-গাছালির মাঝে একলা
সবারি মাঝে একাকী স্থবির দ্রষ্টা
কে এক বেশ বলেছিল - স্থির হলে বেশি দেখা যায়
তাই আমি স্থির
আমি নদী হই নি, বাতাসও হইনি
আমি পাহাড় হয়েছি।  
আমি দুঃখ-সুখ-আনন্দ-হাসি-কান্নার
বাইরে শুধুই দ্রষ্টা
গাছের পাখিরা যখন কাঁদে, ডানা ঝাপটায়,
বনের পশুরা ক্রোধন্মত্ত নিষ্ফল হাত-পা ছোঁড়ে,  
পরম মমতায় কোলে তুলে নিয়ে, যত  
শোক-তাপ-বেদনা,
সেই সবকিছু শুষে আমি পাহাড় হয়েছি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৪৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৫/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast