www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যাবার বেলায় বলবো

সেদিন আমি বলবো তোমায় যাবার বেলা বলবো ,
এখন গভীর নিজস্বতায় আপন মনে চলবো l
অভিমানে দগ্ধ হয়ে ইচ্ছেমতো জ্বলবো,
দুঃখ সুখের বোঝা বুকে শূন্যপদে টলবো l
সেদিন আমি বলবো তোমায় যাবার বেলা বলবো l
থাকবো দুরে অচিনপুরে,
স্বপ্ন রবে খুব অদূরে ,
হবো সহজসরল ভবঘুরে
নৈকট্যেই ভুলবো l
গাইবো গান নতুন সুরে,
নাম বেনামী সব আদরে,
তিক্ততাতেই শুনবো শুধু শোনার মতোই শুনবো l
সেদিন আমি বলবো তোমায় যাবার বেলা বলবো l
মনের মাঝে ঘাতপ্রতিঘাত,
জানলা বাইরে বাড়িয়ে দুহাত,
বৃষ্টি ছুঁয়ে কল্পনাতে নিজের মতো ভিজবো -
ভালবাসায় হয়ে প্রণত ,
ডাইনে বুকে সুখের ক্ষত ,
নাহয়েই কোনও হতাহত
প্রতিবাদী ঝড় তুলবো l
সেদিন আমি বলবো তোমায় যাবার বেলা বলবো l
অন্ধকার আসবে ধেয়ে ,
তোমার চোখে দুচোখ চেয়ে ,
শেষ নিঃশ্বাস বুকের মাঝে যত্ন করে রাখবো ,
সব রেষারেষি গা ঢেষাঢেসি ,
কিছু কম ছিলো কিছু ছিলো বেশি ,
অবনত হয়ে খুব চেষ্টায় নীরব হয়ে থাকবো l
শেষ অপেক্ষায় শেষ নিঃশ্বাসে
গভীর ঘুমে ঢুলবো ,
সেদিন আমি বলবো তোমায় শেষ বেলাতেই বলবো -l
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৪৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৩/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বিশ্বামিত্র ০৮/০৬/২০১৬
    বেশ ভালো লেগেছে-কবিকৈ শুভেচ্ছা রইল
  • পরশ ০২/০৪/২০১৬
    সুন্দর
  • মাহাবুব ০১/০৪/২০১৬
    ছন্দময় কবিতা, ভালো লাগলো কবি,শুভেচ্ছা।।
  • পরশ ৩০/০৩/২০১৬
    সুন্দর
  • মলয় ঘটক ৩০/০৩/২০১৬
    ক্ষমা প্রার্থনা পূর্বক----
    কবিতাটি মোটামুটি, লেখায় আরও গভির চিন্তা প্রয়োগ করা যেতে পারে।ভাবুন,
    শুভ কামনা।
    • হৃদয় ভৌমিক ৩০/০৩/২০১৬
      ধন্যবাদ কবিবন্ধু ,আমার প্রচেষ্টায় দুঃখগুলো কাব্যিক রূপ পেয়েছে -তবে পরবর্তী সময়ে ভাবনার পরিপূর্ণতার চেষ্টা রাখবো,ভালো থাকুন -
  • হৃদয় ভৌমিক ৩০/০৩/২০১৬
    অনেক ধন্যবাদ কবিবন্ধু ,ভালো থাকুন -
  • জয় শর্মা ৩০/০৩/২০১৬
    অটুট ছন্দ। খুব সুন্দর লাগলো
 
Quantcast