তুমি আসোনি বলে
কতোদিন তুমি আসোনি ,আসিনি
আমিও,শুকনো কাঠের গুঁড়ির উপর বসে
আমরা কতো রঙ্গিন সপ্ন বুনেছি,সেখানে
আজ ধুলো জমেছে,একদল যাযাবর উইপোকা
শেষ করছে ওই সপ্নসাক্ষী গুঁড়িটা,,কৃষ্ণচূড়া
গাছে সেই নীলপাখি দুটোর একটা এসে
বসেছে,একা একা শান্ত নদীর ঢেউ গুনছে
,কতোদিন তুমি আসোনি তাই
ভালোবাসার রঙধনুটা আজও অসম্পূর্ণ,তুমি
আসোনি বলে নামনা জানা ফুলটায়
প্রজাপতিও বসেনি আর ,সেও আমার
বিকলাঙ্গ একাকীত্বতায় সঙ্গ
দিয়েছে,,তোমার না আসার দুঃখটা
প্রকৃতিও বুঝতে দেয়না পাছে আমি কষ্ট
পাই ,অপেক্ষারত আমির ভিতরটা এখনো
গর্জে উঠে প্রতিবাদী সুরে বলে তুমি
আসবে ঠিক একদিন ,সেদিন যেদিন
সীমাবদ্ধতার বাঁধ ভেঙ্গে নিঃসঙ্গ
একাকীত্বতা দুরীভূত হবে ,তুমি সেদিন
আসবে যেদিন জলের দেওয়ালে ঘেরা
অভ্যন্তরীণ তুমিটা দ্রবীভূত হবে,হবে উহ্য
উদ্বায়ী ,জন্মান্তর অবিশ্বাসী আমির যদি
জন্মান্তর হয় তা শুধু তোমার জন্যই হোক ,আর
আমি জানি সেদিনও তুমি আসবে আর
আমিও রইব প্রতীক্ষারত -----
আমিও,শুকনো কাঠের গুঁড়ির উপর বসে
আমরা কতো রঙ্গিন সপ্ন বুনেছি,সেখানে
আজ ধুলো জমেছে,একদল যাযাবর উইপোকা
শেষ করছে ওই সপ্নসাক্ষী গুঁড়িটা,,কৃষ্ণচূড়া
গাছে সেই নীলপাখি দুটোর একটা এসে
বসেছে,একা একা শান্ত নদীর ঢেউ গুনছে
,কতোদিন তুমি আসোনি তাই
ভালোবাসার রঙধনুটা আজও অসম্পূর্ণ,তুমি
আসোনি বলে নামনা জানা ফুলটায়
প্রজাপতিও বসেনি আর ,সেও আমার
বিকলাঙ্গ একাকীত্বতায় সঙ্গ
দিয়েছে,,তোমার না আসার দুঃখটা
প্রকৃতিও বুঝতে দেয়না পাছে আমি কষ্ট
পাই ,অপেক্ষারত আমির ভিতরটা এখনো
গর্জে উঠে প্রতিবাদী সুরে বলে তুমি
আসবে ঠিক একদিন ,সেদিন যেদিন
সীমাবদ্ধতার বাঁধ ভেঙ্গে নিঃসঙ্গ
একাকীত্বতা দুরীভূত হবে ,তুমি সেদিন
আসবে যেদিন জলের দেওয়ালে ঘেরা
অভ্যন্তরীণ তুমিটা দ্রবীভূত হবে,হবে উহ্য
উদ্বায়ী ,জন্মান্তর অবিশ্বাসী আমির যদি
জন্মান্তর হয় তা শুধু তোমার জন্যই হোক ,আর
আমি জানি সেদিনও তুমি আসবে আর
আমিও রইব প্রতীক্ষারত -----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।