www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কাঙ্খিত কুঁড়েঘর

মনের অভ্যন্তরে বিপরীত দিকের দেওয়াল ঘেঁষে একটা কুঁড়েঘর বেঁধেছি ভালোবাসার ছাউনি দিয়ে,
বাহ্যিক মরুময় আমি অপেক্ষারত সেখানে তোমার আমার একঝাঁক অনুভূতি মিশিয়ে l
রাজপথের আবর্জনা থেকে কুড়িয়ে পাওয়া ঐতিহ্যময় দেবীমুর্তী তুমি পোড়ামাটি কাঁচাসোনা -
স্বশরীরে তোমার প্রবেশের পালা,এখনও যে নামকরণ বাকি তবে কি বৃথা দিনগোনা ?
এসোনা দামাল হাওয়া হয়ে ভেঙেচুরে গড়ে নাও নিজের মতো সুপ্ত অভিমানী প্রলাপের গুমঘর
আমিতো বুঝিনি পার্থক্য খুঁজিনি বালুঝড় কে আপন কে বা পর -
আমার বুদ্ধিলোপ আশ্চর্য্যমৃত্যুর মতো মূল্যহীন দেহখোলোসে তোমার ভাবনাচিন্তারা আস্ত অবিরত -
সুদূরপ্রসারী অপেক্ষার পর শেষ ট্রেনে হব স্বর্গ সূচনায় গত -
হয়তো সে কুঁড়েঘর খুঁজে পাবে না পেলেও ক্ষতি নেই দক্ষিণ পূর্বকোনে ,
এখানেও বেঁধেছি ঘর তুমি সেই রইলে আমন্ত্রণে -
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৩/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast