ডিবেটার সাদ্দাম হোসেন
ডিবেটার সাদ্দাম হোসেন-এর ব্লগ
-
একটি পাখি থাকি থাকি ডাকি' বললো, শোন__
যাচ্ছি চলে পরপারে সময় নাই আর কোন!
দু'টি পালক রেখে গেলাম, রেখে গেলাম মায়া,
নাইবা থাকলাম গাছের ডালে, নাইবা রইল ছায়া। [বিস্তারিত] -
একটা ফর্সা ধবধবে মেয়ে।
পাশে কালো একটা ছেলে। খাটো, মোটা।
কিংবা, লম্বা স্লিম একটা ছেলে। তারপাশে,
খাটো একটা মেয়ে। কালোও বটে..... [বিস্তারিত] -
পেটের সন্তান কে মা চিনতে পারছে না___
মা বিড়বিড় করছেন, এ আমার
ছেলে হতে পারে না...."কালো কুচকুচে কয়লার বস্তা আমার সন্তান
হয় কি করে? [বিস্তারিত] -
সাড়া বছর জুড়ে___
হলদে পাখি তুমি কেন আসো ঘুড়ে-ফিরে?
মটকা ডালের ছোট্ট শাখে, বসে কেন থাকো?
আসে না যে তারেই কেন থেমে থেমে ডাকো? [বিস্তারিত] -
""সীমান্তের ওপারে""
.
লিখাঃসাদ্দাম হোসেন
. [বিস্তারিত] -
"গর্জে উঠ যত মানব নইলে হবে সর্বনাশ ;
চেয়ে দেখ চতুর্পাশ;
নাগিনের নিঃশাস;
ঝেড়ে ফেল সকল ত্রাস ; [বিস্তারিত] -
ভরা পূর্নিমা। শরতের রাত।
একটা চাঁদের পাশে অনেক তারা।
হাজার। লক্ষ। কোটি।
গ্রামের বাজার থেকে ফিরছিলাম। [বিস্তারিত] -
এখন শুধু লাশ আর লাশ___
সর্বনাশা পদ্মার অতল গহ্বরে,
তাজরীনের বদ্ধ প্রকোষ্ঠে,
রানা প্লজার ভিতরে বাহিরে [বিস্তারিত]