অমর মরন
একটি পাখি থাকি থাকি ডাকি' বললো, শোন__
যাচ্ছি চলে পরপারে সময় নাই আর কোন!
দু'টি পালক রেখে গেলাম, রেখে গেলাম মায়া,
নাইবা থাকলাম গাছের ডালে, নাইবা রইল ছায়া।
পালক খানি হাতে নিয়ে, সাথে নিয়ে স্মৃতি,
আমার কথা স্মরন হলেই, হবো আমি কৃতি।
পথের বাকে হারিয়ে গেলাম, রেখে গেলাম স্বর,
একলা রাতে মনে করো, করো না'ক পর।
তোমার মনে যদি থাকি, নাই বা থাকলাম ভবে,
মরেও আমি অমর হবো, অমর-আত্মা-ই রবে।
যাচ্ছি চলে পরপারে সময় নাই আর কোন!
দু'টি পালক রেখে গেলাম, রেখে গেলাম মায়া,
নাইবা থাকলাম গাছের ডালে, নাইবা রইল ছায়া।
পালক খানি হাতে নিয়ে, সাথে নিয়ে স্মৃতি,
আমার কথা স্মরন হলেই, হবো আমি কৃতি।
পথের বাকে হারিয়ে গেলাম, রেখে গেলাম স্বর,
একলা রাতে মনে করো, করো না'ক পর।
তোমার মনে যদি থাকি, নাই বা থাকলাম ভবে,
মরেও আমি অমর হবো, অমর-আত্মা-ই রবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাধাশ্যাম জানা ০৬/০৪/২০১৫Khub valo chandamoy kobita...porhe valolaglo..!
-
নহাজা য়াজিনা ১১/০৩/২০১৫সুন্দর!!!
-
রক্তিম ১৬/০২/২০১৫কেন? ভাল এই ধরাধাম।
-
নাবিক ১০/০২/২০১৫বেশ সুন্দর কবিতা
-
অ ০৯/০২/২০১৫সুন্দর লেখা ।
-
সবুজ আহমেদ কক্স ০৯/০২/২০১৫anek anek valo laglo @@@@ so fine
-
সুব্রত দাশ আপন ০৯/০২/২০১৫শেষ দু লাইন বেশী বেশী ভালো লাগলো। তবে কবি প্রতিটি লাইস শ্রুতি মধুর প্রতিটি লাইনে ছন্দের পতন হয়েছে। বেশ ভালো লাগলো।
-
শ্রাবনের মেঘ ০৯/০২/২০১৫সুন্ধর উপস্থাপনা।
ভালো লাগল -
কৌশিক আজাদ প্রণয় ০৯/০২/২০১৫ডিবেটার পেলাম একজন। ভালোই লাগলো। আমি নিজেও একজন বিতার্কিক।
স্মরণ বানানটি ঠিক করে নিন কবি। অনুপ্রাস আর ভাবের বিন্যস্ততা অকৃত্রিম। তবে শেষ দুই লাইনে "নাইবা থাকলাম আমি" এর পরিবর্তে "নাইবা থাকি আমি" আর "অমর- আত্মা-ই রবে" এর যায়গায় "আত্মা অমর রবে" দিলে মাত্রার বিচ্যুতি হয় না।
ভালোলাগা রইলো।