আসমানি হাক
"গর্জে উঠ যত মানব নইলে হবে সর্বনাশ ;
চেয়ে দেখ চতুর্পাশ;
নাগিনের নিঃশাস;
ঝেড়ে ফেল সকল ত্রাস ;
ষড়রিপুর করালগ্রাস;
বিধি চাহে বিশ্বাস;
শান্তি শক্তির উল্লাস ;
করো মানুষ পণ,
শক্ত কর মন;
তব পনে ঘটুক বিশ্বে
---মহাবিষ-ফোড়ন"
(আসমানি হাক কবিতার অংশবিশেষ)
চেয়ে দেখ চতুর্পাশ;
নাগিনের নিঃশাস;
ঝেড়ে ফেল সকল ত্রাস ;
ষড়রিপুর করালগ্রাস;
বিধি চাহে বিশ্বাস;
শান্তি শক্তির উল্লাস ;
করো মানুষ পণ,
শক্ত কর মন;
তব পনে ঘটুক বিশ্বে
---মহাবিষ-ফোড়ন"
(আসমানি হাক কবিতার অংশবিশেষ)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রক্তিম ১০/০২/২০১৫সাথে আছি ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৪/১১/২০১৪গর্জে উঠো মানব নইলে হবে সর্বনাশ। এটা যেনো এখন আমাদের সকল বাঙ্গালির দাবী।