লাশ আর লাশ
এখন শুধু লাশ আর লাশ___
সর্বনাশা পদ্মার অতল গহ্বরে,
তাজরীনের বদ্ধ প্রকোষ্ঠে,
রানা প্লজার ভিতরে বাহিরে
আগুনে-পানিতে, সশব্দে-নিঃশব্দে,
শুধু লাশ আর লাশ।।
মর্টারের মার্ডারে, গ্রনেটের
বিস্ফেরণে,
ক্যাপ্টারে, রকেটের হামলায়,
বন্দুকযুদ্ধে, ক্রসফায়রে, মিশনে,
আত্নঘাতী হামলায়, হাইড্রোজেন
বোমায়,
ফরমালিনের ভাবে, অক্সিজেনের
অভাবে,
ককটেলে, মাইনে, বিদ্ধশূলে,
গুলিভর্তি বন্দুকে,
বুলেটভর্তি পিস্তলে,
বেয়নেটেরর আঘাতে___
কনফার্ম মানুষ মরছে, হচ্ছে লাশ।।
সাইক্লোনে-বন্যায়-টর্ণেডোতে-
জলোচ্ছাসে,
হারিকেন- আইলা-সিডরে-নার্
গিসে,
মহাসেনে-টাইফুনে-খরায়-বৃষ্টিতে,
চমকানো বিদ্যুতে,ভূতে-পেত্নীতে;
রাতে-বিরাতে_____
মানুষ আর মানুষ নেই; শুধু লাশ।।
ডাক্তারের অসতর্ক চাকুতে-
বাচার আশায় রোগীর লাশ।
ঐশীর সতর্কময় চাকুতে-
বাবার লাশ, মায়ের লাশ।
দুরবৃত্তের হাতে সাগর-রুণীর লাশ।
ডেকে এনে জবাই করা রাজনৈতিক
লাশ,
কুপিয়ে হত্যা করা লাশ,
গণধর্ষণে যুবতীর লাশ,
প্রেমিকের হাতে প্রেমিকার লাশ,
নষ্টা জননীর ভ্রুণ হত্যার লাশ।
বাবার কাধে সন্তানের লাশ___
লাশ আর লাশ; লশের মিছিল।।
ম্যানহোলে ছাত্রের লাশ,
ঘুড়ন্ত ফ্যানে ঝুলন্ত লাশ,
বিষপানের লাশ, ছাদ
থেকে লাফিয়ে পরা লাশ।
বিধ্বস্থ বিমানের অভিমানী লাশ
ফাসীতে ঝুলিয়ে মারা লাশ,
সৌদিতে শিরচ্ছেদের লাশ,
পাখি ড্রেসে মোড়ানো লাশ,
স্টার জলসার সুপারস্টার লাশ,
রগকাটা লাশ, বস্তাবন্দী লাশ,
কৃষকের কুপি জ্বালা কুটিরে, জেলের
নৌকায়,
চাকাঘোড়া ফ্যাক্টরিতে,
বনে-বাদারে, বাদাবনে-সুন্দরবনে-
বান্দরবনে,
দেশে-বিদেশে;
রাস্তার পাশের ডাস্টবিনে__
i-pill আক্রান্ত দশমাসের লাশ,
______লাশ আর লাশ।।
বিশ্বাস-অবিশ্বাসের লাশ,
শ্বাসরোধে কাতরানো লাশ,
নাগীনের
নিঃশ্বাসে সাপে কাটা লাশ,
নরপশুর উল্লাসে প্রকম্পিত লাশ,
প্রত্যাশিত লাশ, অপ্রত্যাশিত লাশ।।
.......................................
পুবে,পশ্চিমে, উত্তরে, দক্ষিণে,
ঈশাণে,
স্নিগ্ধ সকালে, পড়ন্ত বিকালে,
গোধূলি লগ্নে,
গভীর রাতে, এশায়, ঊষায়, জোহরে,
ফজরে, জানাজার নামাজে
তন্দ্রায়-নিদ্রায়, স্বপ্নে, কল্পনায়,
বাস্তবে -অবাস্তবে,
অবশেষে আমার কবিতায় ____
লাশ আর লাশ, লাশের মিছিল।।
সর্বনাশা পদ্মার অতল গহ্বরে,
তাজরীনের বদ্ধ প্রকোষ্ঠে,
রানা প্লজার ভিতরে বাহিরে
আগুনে-পানিতে, সশব্দে-নিঃশব্দে,
শুধু লাশ আর লাশ।।
মর্টারের মার্ডারে, গ্রনেটের
বিস্ফেরণে,
ক্যাপ্টারে, রকেটের হামলায়,
বন্দুকযুদ্ধে, ক্রসফায়রে, মিশনে,
আত্নঘাতী হামলায়, হাইড্রোজেন
বোমায়,
ফরমালিনের ভাবে, অক্সিজেনের
অভাবে,
ককটেলে, মাইনে, বিদ্ধশূলে,
গুলিভর্তি বন্দুকে,
বুলেটভর্তি পিস্তলে,
বেয়নেটেরর আঘাতে___
কনফার্ম মানুষ মরছে, হচ্ছে লাশ।।
সাইক্লোনে-বন্যায়-টর্ণেডোতে-
জলোচ্ছাসে,
হারিকেন- আইলা-সিডরে-নার্
গিসে,
মহাসেনে-টাইফুনে-খরায়-বৃষ্টিতে,
চমকানো বিদ্যুতে,ভূতে-পেত্নীতে;
রাতে-বিরাতে_____
মানুষ আর মানুষ নেই; শুধু লাশ।।
ডাক্তারের অসতর্ক চাকুতে-
বাচার আশায় রোগীর লাশ।
ঐশীর সতর্কময় চাকুতে-
বাবার লাশ, মায়ের লাশ।
দুরবৃত্তের হাতে সাগর-রুণীর লাশ।
ডেকে এনে জবাই করা রাজনৈতিক
লাশ,
কুপিয়ে হত্যা করা লাশ,
গণধর্ষণে যুবতীর লাশ,
প্রেমিকের হাতে প্রেমিকার লাশ,
নষ্টা জননীর ভ্রুণ হত্যার লাশ।
বাবার কাধে সন্তানের লাশ___
লাশ আর লাশ; লশের মিছিল।।
ম্যানহোলে ছাত্রের লাশ,
ঘুড়ন্ত ফ্যানে ঝুলন্ত লাশ,
বিষপানের লাশ, ছাদ
থেকে লাফিয়ে পরা লাশ।
বিধ্বস্থ বিমানের অভিমানী লাশ
ফাসীতে ঝুলিয়ে মারা লাশ,
সৌদিতে শিরচ্ছেদের লাশ,
পাখি ড্রেসে মোড়ানো লাশ,
স্টার জলসার সুপারস্টার লাশ,
রগকাটা লাশ, বস্তাবন্দী লাশ,
কৃষকের কুপি জ্বালা কুটিরে, জেলের
নৌকায়,
চাকাঘোড়া ফ্যাক্টরিতে,
বনে-বাদারে, বাদাবনে-সুন্দরবনে-
বান্দরবনে,
দেশে-বিদেশে;
রাস্তার পাশের ডাস্টবিনে__
i-pill আক্রান্ত দশমাসের লাশ,
______লাশ আর লাশ।।
বিশ্বাস-অবিশ্বাসের লাশ,
শ্বাসরোধে কাতরানো লাশ,
নাগীনের
নিঃশ্বাসে সাপে কাটা লাশ,
নরপশুর উল্লাসে প্রকম্পিত লাশ,
প্রত্যাশিত লাশ, অপ্রত্যাশিত লাশ।।
.......................................
পুবে,পশ্চিমে, উত্তরে, দক্ষিণে,
ঈশাণে,
স্নিগ্ধ সকালে, পড়ন্ত বিকালে,
গোধূলি লগ্নে,
গভীর রাতে, এশায়, ঊষায়, জোহরে,
ফজরে, জানাজার নামাজে
তন্দ্রায়-নিদ্রায়, স্বপ্নে, কল্পনায়,
বাস্তবে -অবাস্তবে,
অবশেষে আমার কবিতায় ____
লাশ আর লাশ, লাশের মিছিল।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৭/০২/২০১৫আর লাশ চাই না। মুক্তি চাই। অনেক সুন্দর লিখেছেন।
-
ডিবেটার সাদ্দাম হোসেন ০৭/০৯/২০১৪সবাইকে ধন্যবাদ গঠনমুলক মন্তব্যের জন্য....
-
আবু সাহেদ সরকার ০৭/০৯/২০১৪সুন্দরের প্রকাশ কবি বন্ধু।
-
মনিরুজ্জামান শুভ্র ০৭/০৯/২০১৪অনেক ভাল হয়েছে । পড়ে খুব ভাল লাগলো।
-
মঞ্জুর হোসেন মৃদুল ০৭/০৯/২০১৪সমসাময়িক চমৎকার একটি লেখনী।
-
একনিষ্ঠ অনুগত ০৭/০৯/২০১৪অনেক সুন্দর লিখেছেন...
-
নাবিক ০৬/০৯/২০১৪দারুন লিখেছেন...অ-নে-ক ভালো লেগেছে...