আবর্ত
এক মুহূর্ত তোর বুকে আশ্রয় খোঁজা ঝিলের মতন শান্ত নিথর ভাবে,সে তো প্রেম.শহরের ট্রাম-বাস ওয়াই-ফই কেবলই দুরত্ব.সে সব পেরিয়ে যদি সময় দাঁড়িয়ে যায় এক মুহূর্ত,ঠোঁটের আদরে ক্ষয়ে যাই আমি তর সাথে,সে ও সত্যি.ক্ষনিকের বাঁচার কথা বলা হাত চেপে ধরে,হঠাত চেয়ে দেখা,ঘুরে ঘুরে বানানো চক্রাকার আবর্ত...সে আবর্ত থেকে বেরোনো যায়.তবু সে আবর্ত ক্ষনিকের আশ্রয় দেয়, শান্তি দেয়,উত্তাপ দেয়.সেই উত্তাপ আমাদের কাছে যতক্ষন দামি হয়ে থাকে,ততক্ষণই আবর্ত ঘিরে চলতে থাকা,চলতে থাকা.
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৫/০৬/২০১৬শান্তনা!!
-
মোবারক হোসেন ২৯/১০/২০১৫শান্তনা কখনো কাউকে শান্ত করে আবার কখনো কাউকে
অবুঝ করে তুলে।তখন কারও মনে রং ধরে কারও মনের
রং রং চটা হয়ে যায়।আপনাকে ধন্যবাদ ভাবার্থ লেখা উপহার দেওয়ার জন্য। -
শূন্য ২৪/১০/২০১৫যতি চিহ্নের সমস্যা ছিল। ভাবটা ভাল লেগেছে
-
শরীফ আহমেদ ২১/১০/২০১৫সুন্দর!
-
তরীকুল ইসলাম সৈকত ২০/১০/২০১৫ভালো লাগলো।
-
মাহাদী সাগর ২০/১০/২০১৫ভাল লিখেছেন।
-
মৃণ্ময় আলম ২০/১০/২০১৫ভাল লাগলো। তবে, বাংলা বানানের দিকে হয়ত একটু খেয়াল রাখলে আরো ভাল হত। যদিও আমারো সমস্যা টা মাঝে মাঝে হয়।