এভাবে চলে যেওনা
সেদিন মুখ ফুটে দিতে পারিনি চোখের বিন্দু বিন্দু অসহায়তা,
খাতার পাতায় লোকানো সোনাঝুরি পাতার মতন...
উষ্ণ পড়ন্ত অনুরাগ, তীব্র অথচ স্বাভাবিক জৈবতা,
তোমারও আস্তিন এর নীচে লোকানো বুনো বুকের লোম,
আর তারও অনেক নীচে,অনেক নীচে আছে একটা খাদ.
কিছুটা চিরকালই ব্যক্তিগত রয়ে যায়,যেমন
তোমার অধরা আকাশ লুকিয়ে রাখা আমার পড়ন্ত বেলার বিন্দুতে....
খাতার পাতায় লোকানো সোনাঝুরি পাতার মতন...
উষ্ণ পড়ন্ত অনুরাগ, তীব্র অথচ স্বাভাবিক জৈবতা,
তোমারও আস্তিন এর নীচে লোকানো বুনো বুকের লোম,
আর তারও অনেক নীচে,অনেক নীচে আছে একটা খাদ.
কিছুটা চিরকালই ব্যক্তিগত রয়ে যায়,যেমন
তোমার অধরা আকাশ লুকিয়ে রাখা আমার পড়ন্ত বেলার বিন্দুতে....
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রশান্ত মন্ডল ২৪/০৯/২০১৫দারুণ।
-
নাবিক ২৪/০৯/২০১৫চমতকার
-
রুহুল আমীন রৌদ্র. ২২/০৯/২০১৫ভালই লাগলো কবিবন্ধু।
-
রাশেদ খাঁন ২২/০৯/২০১৫ভালো। go ahead