www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পরিবর্তন

ওরা ছিল বলে‍‌ , -
সুদীর্ঘ বেশ কিছু বছর -
               বেঁচে থাকা মৃত্যুর সামিল ।
প্রতিদিন , - প্রতি নিয়ত -
এক টুকরো চাওয়া ;
টুকরো টুকরো চাওয়া গুলো
জমে একরাশ প্রত্যাশা ।

স্বপ্ন মনে হত !

রসকসহীন হৃদয় , শুকনো কাঠ ।
একদিন , মৃদু হাওয়া -
হৃদয়কে এনেছিল হৃদয়ের কাছে ।
জ্বলে উঠেছিল দাবানল ।

গাইলাম মৃদু হাওয়ার গান ।

দাবানলের বুনিয়াদকে শক্ত করতে
শুকনো কাঠও তো হয়েছিল সামিল !
শুকনো কাঠ পুড়ে ছাই ।

মৃদু হাওয়া ঝড় হয়ে বয়ে চলে -
উড়িয়ে নিয়ে যায় পোড়া ছাই !

          মরে যাওয়া বাঁচার থেকে শ্রেয় !!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ২৪/০২/২০১৫
    ভালো ...।।
  • কুয়াশা রায় ২২/০২/২০১৫
    বেশ ভাল লাগল।
  • মরে যাওয়া বাঁচার চেয়ে শ্রেয়, ঠিক কথা।
  • ফিরোজ মানিক ২২/০২/২০১৫
    দারুণ কাব্যিকতা, খুবই ভাল লাগলো।
  • সবুজ আহমেদ কক্স ২২/০২/২০১৫
    অনেক ভালো লাগলো ..................।
 
Quantcast