তোমার আমার কাব্য
বুকের মাঝে রেখেছিনু আমি
হৃদয় দিয়ে আঁকড়ে প্রবল ধরে ,
ডাকলো তোমায় তৃতীয় সে'জন সেদিন
যেদিন তুমি আমার সকল জুড়ে ।
যদিও বা , তার ডাকেতে তুমি
দিলে সাড়া ক্ষণিকেরই তরে ,
জানি আবার হবে ঠিকই দেখা
তোমার - আমার , অসীম অবসরে ।
তোমায় তবু ভুল বুঝিনি আমি ,
জানি এ প্রেম অন্য , রকম ফেরে ;
তাইতো তুমি অন্য কোনো নামে
বরষিলে অঝোর ধারায় ঝরে ।
তৃপ্ত হল সকল তোমার প্রেমে ,
তৃপ্ত হলাম আমি আমার মনে ;
জানি , এবার ফিরবে আমার কাছে
আমার অরুণ আঁখিখানির টানে ।।
হৃদয় দিয়ে আঁকড়ে প্রবল ধরে ,
ডাকলো তোমায় তৃতীয় সে'জন সেদিন
যেদিন তুমি আমার সকল জুড়ে ।
যদিও বা , তার ডাকেতে তুমি
দিলে সাড়া ক্ষণিকেরই তরে ,
জানি আবার হবে ঠিকই দেখা
তোমার - আমার , অসীম অবসরে ।
তোমায় তবু ভুল বুঝিনি আমি ,
জানি এ প্রেম অন্য , রকম ফেরে ;
তাইতো তুমি অন্য কোনো নামে
বরষিলে অঝোর ধারায় ঝরে ।
তৃপ্ত হল সকল তোমার প্রেমে ,
তৃপ্ত হলাম আমি আমার মনে ;
জানি , এবার ফিরবে আমার কাছে
আমার অরুণ আঁখিখানির টানে ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ২৪/০২/২০১৫
-
পিয়ালী দত্ত ২৩/০২/২০১৫অনেক ভাল লাগল
-
মো ফয়সাল রহমান ২৩/০২/২০১৫Nice
-
ফিরোজ মানিক ২৩/০২/২০১৫অনেক সুন্দর হয়েছে। চালিয়ে যান কবি।
-
সবুজ আহমেদ কক্স ২৩/০২/২০১৫দারুণ ভালো হয়েছে নিয়মিত ভাবে আশা করছি
-
রইস উদ্দিন খান আকাশ ২২/০২/২০১৫খুব ভালো লাগলো কবি
-
আনন্দ মোহন বিশ্বাস ২২/০২/২০১৫সুন্দর !
শুভেচ্ছা রইল ।