প্রতিবিম্ব
শব্দের অনুরণনের আবশ্যিকতায় তোমার স্তব্ধতা !
- আমাকে অবাক করে !!
নিরবতার শ্রেয়তায় তোমার বাচালতা !
- আমাকে হতাশ করে !!
নির্জীব তোমার জন্য তোমাকে মৃত ভেবে ,
ফেলি দু’ফোঁটা চোখের জল ।
পাশবিক তোমার প্রতি একরাশ ঘৃণায় ,
কামনা করি তোমার বিনাশ ।
কত চেষ্টা করি –
নিজেকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে রাখার ।
কিন্তু , - দেখা হয় ; - প্রতিদিন , - প্রতিনিয়ত , -
যখন আমি আয়নার সামনে দাঁড়াই ...
- আমাকে অবাক করে !!
নিরবতার শ্রেয়তায় তোমার বাচালতা !
- আমাকে হতাশ করে !!
নির্জীব তোমার জন্য তোমাকে মৃত ভেবে ,
ফেলি দু’ফোঁটা চোখের জল ।
পাশবিক তোমার প্রতি একরাশ ঘৃণায় ,
কামনা করি তোমার বিনাশ ।
কত চেষ্টা করি –
নিজেকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে রাখার ।
কিন্তু , - দেখা হয় ; - প্রতিদিন , - প্রতিনিয়ত , -
যখন আমি আয়নার সামনে দাঁড়াই ...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ১৪/১২/২০১৩অসাধারণ লেখনী l
-
সুবীর কাস্মীর পেরেরা ১৩/১২/২০১৩অনবদ্য
-
Înšigniã Āvî ১৩/১২/২০১৩খুব সুন্দর...
-
পল্লব ১২/১২/২০১৩সুন্দর লিখেছেন!!
-
অনিত্য ১২/১২/২০১৩একেবারে শেষের লাইনে এসে পুরো কবিতাটি আরও বেশি অর্থবহ হয়ে উঠেছে। সুন্দর লিখেছেন!