www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বাধিনতা


এইতো সেদিন কি যেন এক কাজে ,
        অফিস থেকে ফেরার পথে সাঁঝে ;
ধর্মতলার মোড়ে গিয়ে দেখি ,
        খাঁচার ভিতর বন্দি নানান্ পাখি ।

তারই পাশে, নামি দামি নেতা ,
        বলছিলো সে স্বাধিনতার কথা ;
ছোটাচ্ছিলো মানবতার বুলি ,
        ফোটাচ্ছিলো ভালোবাসার কলি ।

বলি তাকে, ছুটে গিয়ে জোরে ,
        পাখিগুলো বন্দি, আছে পড়ে ;
দাও উড়িয়ে ওদের আকাশ পানে ,
        বুঝবে সবাই তোমার কথার মানে ।

শুনলো না সে আমার কোনো কথা ,
        বুঝলো না সে বন্দি পাখির ব্যথা ;
চলে গেলো জুড়ি গাড়ি চড়ে ,
        বন্দি পাখি রইলো সেথায় পড়ে ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৮২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • אולי כולנו טועים ১৪/১১/২০১৩
    আপনার লেখা পাচ্ছিনা অনেকদিন .....?
  • אולי כולנו טועים ০২/১১/২০১৩
    অপূর্ব সুন্দর,
    মনোমুগ্ধকর কবিতা !
  • রাখাল ০১/১১/২০১৩
    স্বাধীনতা কি সবার
    যা ইচ্ছা তা করতে পারার পাবে অধিকার
    নেতা আর চামচাদের জন্যই স্বাধীনতা.........
  • কবীর হুমায়ূন ০১/১১/২০১৩
    মুক্তির কথা বলা যতো সহজ; মুক্তি দেবার ক্ষমতার্জন করা ততোই কঠিন।
    সহজ চেতনায় সুন্দর কবিতা। ভালো লাগলো কাব্যিকতা ও ছন্দতা। ভালো থেকো কবি।
  • আহমাদ সাজিদ ৩১/১০/২০১৩
    বাহ, চমত্কার। ভাল লাগল
  • খুবই ভালো একটি ভাবনা র অবতারণা করেছেন।খুব ভালো লাগলো।
    • দেবার্পণ ঘোষ ০১/১১/২০১৩
      ধন্যবাদ ...
 
Quantcast